Logo

কেউ বাধা দিলে পিছু হটবেন না, নেতাকর্মীদের হাসনাত

রবিবার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নেতাকর্মীদের এলাকায় এলাকায় বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, কেউ বাধা দিলে পিছু হটবেন না।

রবিবার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, দীর্ঘ এক বছর ধরে আমরা কথা বলছি। এখন আমাদের কাজ করার সময়। আমাদের আহ্বায়ক ও সদস্য সচিব পরবর্তী দিক-নির্দেশনা দেবেন। সে অনুযায়ী আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করবো।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এখানে যারা আমাদের নেতাকর্মী আছেন কেউ যদি ভয় দেখায়, বাধা দেয়, আপনারা পিছু হটবেন না। আমরা জানি, এলাকায় এলাকায় এনসিপি নেতাকর্মীদের বাধা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, টেকেনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া এনসিপির একটা নেতকার্মীর দিকে কেউ যদি চোখ তুলে তাকায়, আমরা তাকে রাজনৈতিকভাবে মোকাবিল করবো। আমাদের আহ্বায়ক ও সদস্য সচিব পরবর্তী সময়ে দিক-নির্দেশনা দেবেন। আমরা জীবন দিয়ে হলেও তা বাস্তবায়ন করবো।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0