বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

ঢাকায় সহিংসতার আশঙ্কা, যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা

বৃহস্পতিবার (২৯ মে) রাতে যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজে একটি সতর্কবার্তা দেওয়া হয়।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো ডেস্ক

ঢাকা: বাংলাদেশে বিভিন্ন আন্দোলনের সংখ্যার বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ঢাকায় দেশটির দূতাবাস।

বৃহস্পতিবার (২৯ মে) রাতে যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজে একটি সতর্কবার্তা দেওয়া হয়।

সতর্কবার্তায় বলা হয়, সম্প্রতি বাংলাদেশজুড়ে প্রতিবাদের মাত্রা বৃদ্ধি পাওয়ায়, যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।

“মনে রাখতে হবে, শান্তিপূর্ণভাবে শুরু হওয়া বিক্ষোভও হঠাৎ করে উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে। এ ধরনের পরিস্থিতি অল্প সময়ের নোটিশেই ঘটে যেতে পারে,” বলা হয় ওই সতর্কবার্তায়।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিক্ষোভস্থল এড়িয়ে চলা এবং যে কোনো বড় জমায়েতের আশপাশে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে বলা হয়, “ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করুন; চারপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকুন, স্থানীয় ঘটনাবলি সম্পর্কে খোঁজ রাখুন এবং সর্বশেষ তথ্যের জন্য স্থানীয় সংবাদমাধ্যম পর্যবেক্ষণ করুন।”

বাংলাফ্লো/এসও

Leave a Comment

Comments 0