মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

ডাকসু নির্বাচনে ৮ ঘণ্টায় ৮ কেন্দ্রে ৮১০ বুথে হবে ভোটগ্রহণ

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, মোট ৮১০টি বুথে ভোটগ্রহণ হবে।

সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, মোট ৮১০টি বুথে ভোটগ্রহণ হবে। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, প্রতি ভোটার গড়ে ১০ মিনিট সময় নিলেও নির্ধারিত সময়ের মধ্যে নির্বিঘ্নে ভোটদান সম্পন্ন করা সম্ভব হবে।

কেন্দ্রগুলোর দায়িত্ব বণ্টনও চূড়ান্ত হয়েছে। কার্জন হল কেন্দ্রে ভোট দেবেন ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। এ এস এম মহিউদ্দিনের নেতৃত্বে এই তিন হলের জন্য আলাদা রিটার্নিং কর্মকর্তা ও একাধিক পোলিং অফিসার দায়িত্বে থাকবেন।

শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোট দেবেন জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা। এসব কেন্দ্রের তত্ত্বাবধানে থাকবেন অধ্যাপক কাজী মোস্তাক গাউসুল হক। প্রতিটি হলে আলাদা রিটার্নিং কর্মকর্তা, ৪-১৪ জন শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা ভোট পরিচালনা করবেন।

ছাত্র-শিক্ষক কেন্দ্রে ভোট দেবেন রোকেয়া হলের শিক্ষার্থীরা। অধ্যাপক নাসরিন সুলতানার নেতৃত্বে এখানে ৩৮ জন শিক্ষক-কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে ভোট হবে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের। এ দুটি হলে ১৪ ও ১৮ জন শিক্ষক-কর্মকর্তা থাকবেন ভোট পরিচালনায়।

সিনেট ভবন কেন্দ্রে ভোট দেবেন স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মুহসীন হল ও বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা। প্রতিটি হলে ৮-১৪ জন শিক্ষক-কর্মকর্তা ভোটগ্রহণের দায়িত্বে থাকবেন।

উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট হবে সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও কবি জসীমউদ্দীন হলের শিক্ষার্থীদের। প্রতিটি হলে ৮-১২ জন শিক্ষক-কর্মকর্তা ও সহায়ক কর্মচারীরা থাকবেন।

ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে ভোট দেবেন কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা। এখানে ৩০ জন শিক্ষক-কর্মকর্তা ও ৪ জন কর্মচারী দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন শামসুন নাহার হলের শিক্ষার্থীরা। এই কেন্দ্রে ২৬ জন শিক্ষক-কর্মকর্তা ও ৫ জন কর্মচারী দায়িত্বে থাকবেন।

সবমিলিয়ে ৮টি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে রিটার্নিং কর্মকর্তা, পোলিং অফিসার ও কর্মচারীদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। নির্বাচন কমিশন আশা করছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে বিকেল ৪টার মধ্যে ভোটগ্রহণ শেষ করা সম্ভব হবে।

বাংলাফ্লো/এফএ

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0