Logo

সবজির চড়া দাম, বেড়েছে মাছ-মুরগিরও

সরেজমিন দেখা গেছে, অধিকাংশ সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা করে বেড়েছে। বর্তমানে ৬০ টাকার নিচে কোনও সবজিই পাওয়া যাচ্ছে না।

ফাইল ছবি

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টির প্রভাবে বাজারগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি। মাছ ও মুরগির দামও কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা বেড়েছে। তবে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। মানভেদে প্রতি কেজি ২৪০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

শুক্রবার (১১ জুলাই) পুরান ঢাকা রায়সাহেব বাজার, সূত্রাপুর ও নারিন্দা কাঁচা বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।

সরেজমিন দেখা গেছে, অধিকাংশ সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা করে বেড়েছে। বর্তমানে ৬০ টাকার নিচে কোনও সবজিই পাওয়া যাচ্ছে না। খুচরা বাজারে প্রতি কেজি ঢেঁড়সের দাম ২০ টাকা বেড়ে ৬০ টাকা হয়েছে, যেটা গত সপ্তাহেও ৪০ থেকে ৫০ টাকা ছিল। ২০ টাকা বেড়ে বেগুন বিক্রি হচ্ছে মানভেদে প্রতি কেজি ৯০ থেকে ১১০ টাকায়। ৭০ টাকার কাঁকরোল ৮০ টাকা, ৫০ টাকার পটোল ৬০ টাকা, ৮০ টাকার করলা ৯০ থেকে ১০০ টাকা, ৬০ টাকার ঝিঙা ৭০ থেকে ৮০ টাকা, টমেটো মানভেদে ১২০ থেকে ১৬০ টাকা, শসা ৬০ টাকা, লাউ প্রতি পিস ৬০ থেকে ৮০ টাকা, চাল কুমড়োর কেজি প্রতি ৫০ থেকে ৬০ টাকা। মিষ্টি কুমড়োর কেজি ৩০ থেকে ৪০ টাকা। প্রতিকেজি পেঁপের দাম ৫০ থেকে ৬০ টাকা। আলুর দাম ২৫ টাকা। বরবটির কেজি ৯০ থেকে ১০০ টাকা।

গত সপ্তাহে প্রতিকেজি মরিচের দাম ছিল ১০০ থেকে ১২০ টাকা। সে মরিচের বর্তমান দাম ২৪০ থেকে ৩০০ টাকা।

বৃষ্টির কারণে চালান কম থাকায় দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তারা বলেন, শ্যাম বাজারে কাঁচা মরিচের পাল্লা ১ হাজার থেকে ১২০০ টাকা। গত সপ্তাহে যেখানে পাল্লা ছিল ৩শ টাকা, আজ সেখানে কেজিপ্রতি ৩০০ করে বিক্রি করতে হচ্ছে। মূলত বৃষ্টির কারণে চালান কম, সেজন্য দাম বেশি।

অধিকাংশ সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা করে বেড়েছে

টানা বৃষ্টির প্রভাব মুরগি ও মাছের বাজারেও পড়েছে। সরবরাহও কিছুটা কম থাকায় সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা বেড়েছে। সোনালি মুরগি প্রতিকেজি মানভেদে ২৯০ থেকে ৩২০ টাকায় এবং ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। ২০০ টাকার পাঙ্গাশের দাম ২২০ টাকা, ৩২০ থেকে ৩৪০ টাকার রুই মাছ ৩৫০ থেকে ৩৬০ টাকা, ২৬০ টাকার রুই মাছের দাম ২৮০ টাকা। তেলাপিয়া বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৫০ টাকায়। শিং মাছের দাম ৫০০ থেকে ৬০০ টাকা। কৈ মাছ ২৫০ টাকা।

বাজারে পেঁয়াজের দাম ৫৫ টাকা। আদা ১৩০ থেকে ১৫০ টাকা, ছোট রসুন ১২০ থেকে ১৫০ টাকা, বড় রসুন ২০০ টাকা, দেশি মসুর ডাল ১৪০ টাকা, মোটা মসুর ডাল ১২০ টাকা।

বাংলাফ্লো/আফি

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0