Logo

ঢাকার বাজারে বেড়েছে সবজির দাম

গত সপ্তাহের যে সবজি ৬০ টাকা ছিল সেই সবজি ৭০ টাকা হয়েছে। আবার কিছু কিছু সবজি ১০০ ঘরেও বিক্রি হচ্ছে।

ফাইল ছবি

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: গত সপ্তাহের তুলনায় ঢাকার খুচরা বাজারে প্রতিটি সবজিই দাম কিছুটা বেড়েছে। দাম বেশি বাড়ার তালিকায় আছে বরবটি, বেগুন, কাঁকরোল, করলা। বিক্রেতারা বলছে, অনেক সবজির মৌসুম শেষ হওয়ায় সেগুলোর দাম কিছুটা বেড়েছে।  

শুক্রবার (২৭ জুন) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।

আজকের বাজারে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৫০ টাকায় বিক্রি হচ্ছে, গোল বেগুন প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকায়, লম্বা বেগুন প্রতি কেজি ৬০ টাকা, লাউ প্রতি পিস ৬০ থেকে ৭০ টাকা, পেঁপে প্রতি কেজি ৪০ টাকা, জালি প্রতি পিস ৫০ টাকা, বরবটি প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া বরবটি প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা, কচুর লতি লতি প্রতি কেজি ৮০ টাকা, চিচিঙ্গা, ধুন্দল, ঝিঙ্গা প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা, কাঁকরোল প্রতি কেজি ৮০ টাকা, করলা প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকায়, টমেটো প্রতি কেজি ৮০, ঢেঁড়স প্রতি কেজি ৫০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা এবং কাঁচা মরিচ প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ বিষয়ে এক ক্রেতা বলেন, আজ বাজারে এসে দেখছি সবজির দাম কিছুটা বেড়েছে। গত সপ্তাহের যে সবজি ৬০ টাকা ছিল সেই সবজি ৭০ টাকা হয়েছে। আবার কিছু কিছু সবজি ১০০ ঘরেও বিক্রি হচ্ছে। সবমিলিয়ে বলতে গেলে গত সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে সবজির দাম।

সবজির দামের বিষয়ে রামপুরার এক সবজি বিক্রেতা বলেন, সরবরাহ কমের কারণে আজ অল্প কিছুটা বেশি দাম। তবে যেসব সবজির দাম বেশি সেগুলোর মৌসুম ইতোমধ্যে শেষ হয়েছে, সে কারণে বাজারের সরবরাহ কম। আর যেই শক্তিগুলোর মৌসুম শেষের দিকে বা শেষ হয়েছে সেই সবজিগুলোরই দাম বেশি।  

বাংলাফ্লো/আফি

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0