Logo

রাশিয়ায় ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলা

রাশিয়ার রাজধানী মস্কো ও সীমান্তবর্তী একাধিক অঞ্চলে ইউক্রেন ১২২টি ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা:রাশিয়ার রাজধানী মস্কো ও সীমান্তবর্তী একাধিক অঞ্চলে ইউক্রেন ১২২টি ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার ভোররাতে এসব ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে জানায়, ধ্বংস হওয়া ড্রোনগুলোর অধিকাংশই ইউক্রেনসংলগ্ন বেলগোরদ, কুরস্ক ও ব্রায়ানস্ক অঞ্চলের ওপর দিয়ে আসছিল। মস্কো অঞ্চলের আকাশে তিনটি ড্রোন ধ্বংস করা হয়।

স্মলেনস্ক অঞ্চলের গভর্নর ভাসিলি আনোখিন বলেন, ড্রোন আঘাতে এক ব্যক্তি সামান্য আহত হয়েছেন এবং একটি বেসামরিক স্থাপনার আংশিক ক্ষতি হয়েছে। বেলারুশ সীমান্তঘেঁষা এ অঞ্চলে হামলার ঘটনা ঘটে।

এর আগের দিন বুধবার ইউক্রেনের আরেকটি ড্রোন হামলায় রাশিয়ার বেলগোরদ অঞ্চলে তিনজন নিহত ও অন্তত ১৭ জন আহত হন বলে জানান গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকভ।

চলমান যুদ্ধে রাশিয়া ও ইউক্রেন একে অপরের বিরুদ্ধে বেসামরিক লোকজনকে লক্ষ্য করে হামলার অভিযোগ করে আসছে। তবে উভয় পক্ষই এ অভিযোগ অস্বীকার করে।

তথসুত্রঃ রয়টার্স

বাংলাফ্লো/এফএ

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0