জেলা প্রতিনিধি
রাজশাহী: রাজশাহীতে মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর উপজেলার বাকশিমইল গ্রামে একটি দুর্ঘটনায় সেনাবাহিনীর আট সদস্য আহত হয়েছেন। সেনাবাহিনীর একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয় ট্রাক, ফলে উভয় গাড়িই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলা সদরের মডেল টাউন এলাকায় এ ঘটনা ঘটে।
মোহনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, সেনাবাহিনীর ক্যাম্প বাকশিমইল গ্রামে অবস্থিত। রাতের টহল শেষে দুটি পিকআপ ক্যাম্পে প্রবেশ করছিল। এ সময় তাদের পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। ধাক্কা লাগার পর উভয় যানবাহনই খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় ট্রাকচালক সুবহান হোসেন (৪৫) ও হেলপার রাইহান (২৮)কে আটক করা হয়েছে। আহত আট সেনাসদস্য ও ট্রাকের হেলপারকে সেনাবাহিনী ও পুলিশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। সেনাবাহিনী থানায় মামলা করেছে।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0