জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় বেলাল হোসেন (৫৮) নামে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ, বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার হরিণা পিপুলবাড়িয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনার পর, বিক্ষুব্ধ স্থানীয় জনতা সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছেন, যার ফলে ওই মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
জানা গেছে, নিহত বেলাল হোসেন সদর উপজেলার ঘোড়াচড়া গ্রামের মফিজ উদ্দিন প্রমানিকের ছেলে। আজ সকালে তিনি যখন পিপুলবাড়িয়া এলাকা দিয়ে যাচ্ছিলেন, তখন একটি দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশা তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই, স্থানীয় জনতা ক্ষোভে ফেটে পড়েন এবং সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
খবর পেয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
ঘটনাস্থলে থাকা সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, “আমরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি।”
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0