বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

ট্রান্সফার মার্কেট: বিশ্বকাপজয়ী মেসি-দি পল জুটি এবার ইন্টার মায়ামিতে

আপাতত মায়ামির ‘ডিজিগনেটেড প্লেয়ার’ (DP) তালিকায় জায়গা পাচ্ছেন না তিনি, যেহেতু সেই তিনটি জায়গা দখল করে আছেন মেসি, জর্দি আলবা এবং সার্জিও বুসকেতস।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: ইন্টার মায়ামির জার্সিতে লিওনেল মেসির পাশে এবার দেখা যাবে তার বিশ্বস্ত সঙ্গী রদ্রিগো দি পলকে। আতলেতিকো মাদ্রিদের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে ৩১ বছর বয়সী এই আর্জেন্টাইন মিডফিল্ডারকে দলভুক্ত করেছে মায়ামি।

ক্লাবের ঘোষণায় জানানো হয়েছে, প্রাথমিকভাবে ২০২৫ সালের শেষ পর্যন্ত ধারে যোগ দিচ্ছেন দি পল। এরপর ২০২৯ সাল পর্যন্ত স্থায়ী চুক্তির সুযোগ রাখা হয়েছে।

আপাতত মায়ামির ‘ডিজিগনেটেড প্লেয়ার’ (DP) তালিকায় জায়গা পাচ্ছেন না তিনি, যেহেতু সেই তিনটি জায়গা দখল করে আছেন মেসি, জর্দি আলবা এবং সার্জিও বুসকেতস। তবে ধারের মেয়াদ শেষে যদি কোনো জায়গা খালি হয়, তাহলে তার স্থায়ী ও বড় চুক্তির সুযোগ থাকবে।

ক্লাবে যোগ দিয়ে দি পল বলেন, ‘ইন্টার মায়ামিতে আসার মূল প্রেরণা—জয় পেতে চাই, ইতিহাস গড়তে চাই। এই ক্লাব এক নতুন ঐতিহ্য গড়ে তুলছে, ভবিষ্যতে যেটি হয়ে উঠবে দীর্ঘ ইতিহাসের ধারক। আমি সেই পথচলার অংশ হতে চাই। ’

ইন্টার মায়ামির মালিক হোর্হে মাস বলেন, ‘দি পলের মতো বিশ্বজয়ী খেলোয়াড়কে পেয়ে আমরা গর্বিত। সে আমাদের উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে পুরোপুরি খাপ খায়। আমরা একসঙ্গে ইতিহাস গড়তে চাই। ’

ক্লাবের সহ-মালিক ডেভিড বেকহ্যাম বলেন, ‘দি পল অনেকদিন ধরেই আমার পছন্দের খেলোয়াড়। সে একজন নেতা, অভিজ্ঞ, আবেগী এবং গুণসম্পন্ন। সে আমাদের শহর এবং ক্লাব—দুটোর জন্যই দারুণ সম্পদ হয়ে উঠবে। ’

২০২১ সালে ইতালিয়ান ক্লাব উদিনেজ থেকে ৩৫ মিলিয়ন ইউরোতে আতলেতিকো মাদ্রিদে যোগ দিয়েছিলেন দি পল। তিন বছরে ১৮৭ ম্যাচে ১৪ গোল ও ২৬ অ্যাসিস্ট করেন। গত মৌসুমে ক্লাব বিশ্বকাপসহ ৫৩টি ম্যাচ খেলেছেন।

আর্জেন্টিনার হয়ে তিনি ২০২২ সালের বিশ্বকাপ এবং ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জাতীয় দলে মেসির পাশেই সবচেয়ে বেশি খেলেছেন তিনি।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0