বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

সিরিজ হারলেও বিশ্বকাপের প্রস্তুতিতে সন্তুষ্ট নেদারল্যান্ডস

নিয়মিত কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামতে হয়েছিল তাদের।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: বাংলাদেশ সফরকে শুরু থেকেই বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে দেখেছিল নেদারল্যান্ডস। নিয়মিত কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামতে হয়েছিল তাদের।

ফলে অনেক তরুণ খেলোয়াড়ের জন্য এটাই ছিল উপমহাদেশের মাটিতে প্রথম আন্তর্জাতিক অভিজ্ঞতা।

সিরিজে অবশ্য ভালো করতে পারেনি ডাচরা। প্রথম দুই ম্যাচেই বড় ব্যবধানে হারের পর শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। তবুও হতাশ নন নেদারল্যান্ডসের পেসার কাইল ক্লেইন। তার মতে, এ অভিজ্ঞতা বিশ্বকাপের আগে দলের জন্য বড় শিক্ষা।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে ক্লেইন বলেন, ‘প্রথম দুই ম্যাচে আমরা সত্যিই খারাপ খেলেছি, ইতিবাচক কিছু খুঁজে পাওয়া কঠিন। কিন্তু আমরা এমন একটা দল যারা শিখতে ভালোবাসে। এই শিক্ষাই আমাদের বিশ্বকাপে কাজে লাগবে। ’

তিনি আরও যোগ করেন, ‘অবশ্যই অভিজ্ঞ খেলোয়াড়দের অভাব ছিল। তবে তরুণদের জন্য নিজেকে প্রমাণ করার এটা একটা দারুণ সুযোগ ছিল। এর মাধ্যমে বিশ্বকাপের দল বাছাই আরও সহজ হবে। ’

ফলাফলের দিক থেকে বাংলাদেশের সিরিজটি নেদারল্যান্ডসের জন্য ব্যর্থ। তবে বিশ্বকাপের আগে এটিকে তারা দেখছে দারুণ প্রস্তুতি হিসেবে।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0