বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানো সম্ভব হলে মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্ক ২০ শতাংশ থেকে কমানো হতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, ইতোমধ্যেই ঘাটতি কমতে শুরু করেছে এবং এ অগ্রগতিতে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট। শিগগিরই এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) ব্রেন্ডেন লিঞ্চের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান তিনি। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ বর্তমানে পাল্টা শুল্ক আরও কমিয়ে আনার বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করছে। এই প্রক্রিয়া চূড়ান্ত করতে তিন দিনের সফরে আজ ঢাকায় এসেছে মার্কিন প্রতিনিধি দল। বৈঠকে কৃষি ও জ্বালানি পণ্য কেনার পাশাপাশি বিমান কেনার প্রতিশ্রুতি ও এর অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মার্কিন প্রতিনিধি দল ঢাকা সফরকালে মন্ত্রণালয়ের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গেও বৈঠক করবে।
গত ৭ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যের ওপর পাল্টা শুল্ক ২০ শতাংশ কার্যকর হয়েছে। তবে এখনও আনুষ্ঠানিক চুক্তি হয়নি। ঢাকা চাইছে শুল্ক অন্তত ১৫ শতাংশে নামিয়ে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতা চূড়ান্ত করতে। এরই অংশ হিসেবে ইউএসটিআরের কাছে আলোচনার সময় চাওয়া হয়েছিল। সাড়া দিয়ে ব্রেন্ডেন লিঞ্চের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল এ সফরে এসেছে।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনার ভিত্তিতে ইতোমধ্যেই একটি খসড়া বাণিজ্য চুক্তি তৈরি হয়েছে। নতুন করে দরকষাকষি হলে খসড়ায় সংশোধন এনে তা চূড়ান্ত করা হবে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র প্রথমে বাংলাদেশের পণ্যের ওপর ৩৭ শতাংশ এবং পরে ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছিল। তৃতীয় দফার আলোচনার পর গত ৩১ জুলাই শুল্ক কমিয়ে ২০ শতাংশে আনা হয়।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0