মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

চিঠি দিয়ে রাজনীতি ছাড়ার হুমকি, রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য

চিঠিগুলোতে রাজনীতি ছাড়ার হুমকির পাশাপাশি চাঁদার দাবিও করা হয়েছে, যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে এলাকায়।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি

পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ডাকযোগে আসা দুটি চিঠি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। চিঠিগুলোতে রাজনীতি ছাড়ার হুমকির পাশাপাশি চাঁদার দাবিও করা হয়েছে, যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে এলাকায়।

শনিবার (১৬ আগস্ট) সকালে সমুদয়কাঠী ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আব্দুর রহমানের কাছে একটি রেজিস্ট্রিকৃত চিঠি পৌঁছায়। চিঠিতে তাকে জানানো হয়—জামায়াতের রাজনীতি থেকে সরে দাঁড়াতে হবে এবং ৫০ হাজার টাকা চাঁদা দিতে হবে। খামের প্রেরকের নাম লেখা ছিল ‘মো. কবির মিয়া’ এবং ঠিকানায় উল্লেখ ছিল নেছারাবাদ উপজেলার কামারকাঠী গ্রাম।

এর আগে, গত বুধবার, একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জামায়াতে ইসলামী ওলামা বিভাগের সভাপতি মো. শরিফুল ইসলামের কাছেও আরেকটি চিঠি পৌঁছায়। তাতেও রাজনীতি ছাড়ার নির্দেশ দেওয়া হয়। ওই খামে প্রেরক হিসেবে নাম আসে নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌরসভার বাসিন্দা মো. জাহিদ সিকদারের।

এমন ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় জামায়াত নেতাদের মধ্যে। স্বরূপকাঠি পৌর শাখার আমির মাওলানা মো. জহিরুল ইসলাম বলেন, আমাদের ইউনিয়নের দুই নেতা ডাকযোগে চিঠি পেয়ে রাজনীতি ছাড়ার হুমকি ও চাঁদার দাবির শিকার হয়েছেন। আমরা চিঠিতে দেওয়া নাম, ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছি।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বলেন, আমরা অভিযোগ পেয়েছি। চিঠিতে দেওয়া মোবাইল নম্বরগুলো ট্র্যাক করে দেখা গেছে, এগুলো চট্টগ্রামের। এ বিষয়ে আমাদের তদন্ত চলমান।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0