বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

সম্মিলিত পেশাজীবী পরিষদের বর্তমান কমিটি বিলুপ্ত করলো বিএনপি

আগামী ৯ দিনের মধ্যে সংগঠনের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানের জন্য ১১ সদস্যের একটি প্রস্তুতি কমিটিও গঠন করা হয়েছে।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: আহ্বায়ক প্রফেসর ডা. এম জাহিদ হোসেন এবং সদস্য সচিব কাদের গণি চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের বর্তমান কমিটি বিলুপ্ত করেছে বিএনপি। একই সঙ্গে আগামী ৯ দিনের মধ্যে সংগঠনের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানের জন্য ১১ সদস্যের একটি প্রস্তুতি কমিটিও গঠন করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

নতুন প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহকে। সদস্য হিসেবে কমিটিতে আছেন ব্যারিস্টার কায়সার কামাল, প্রফেসর মোর্শেদ হোসেন খান, কাদের গণি চৌধুরী, শাহরিন ইসলাম তুমিন, ডা. জহিরুল ইসলাম শাকিল, প্রফেসর আব্দুস সালাম, প্রফেসর মোস্তাফিজ, জাকির হোসেন, রফিকুল ইসলাম এবং মোকছেদুল মোমিন মিথুন।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0