বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

ফেব্রুয়ারিতেই নির্বাচন, তারেক রহমানই আগামী দিনের প্রধানমন্ত্রী: শামসুজ্জামান দুদু

শামসুজ্জামান দুদু বলেন, ১৬ বছর নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। তারেক রহমানই আগামী দিনের প্রধানমন্ত্রী। তারেক রহমানই বাংলাদেশের চাকা ঘোরাতে এবং উন্নত দেশে নিয়ে যেতে পারে।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি

খুলনা: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে নির্বাচন নিয়ে জল্পনা ও বিতর্ক চলছে, তবে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন অবশ্যই হবে। তিনি উল্লেখ করেন, কোনো শক্তি এই নির্বাচন ঠেকাতে পারবে না এবং বাংলার মানুষ তাদের পছন্দের প্রার্থী ও দলকে ভোট দেবেন।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে নগরীর শিববাড়ী মোড়ে জিয়া হল চত্বরে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, “১৬ বছর নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। তারেক রহমানই আগামী দিনের প্রধানমন্ত্রী। তারেক রহমানই বাংলাদেশের চাকা ঘোরাতে এবং উন্নত দেশে নিয়ে যেতে পারে। আমরা তাকে চাই, বিএনপি তাকে চায়, বাংলার মানুষ তাকে চায়। সেজন্য আমাদের একতাবদ্ধ এবং ওয়াদাবদ্ধ হতে হবে। যতোক্ষণ পর্যন্ত আমরা বিএনপিকে ক্ষমতায় না আনতে পারছি ঢিলা দেওয়া চলবে না।”

তিনি আরও বলেন, “প্রতিবেশী দেশ গণহত্যাকারী, লুটেরাকে আশ্রয় দিয়েছে। আত্মাকে আমরা চিনে ফেলেছি। সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আন্দোলনকারী শক্তি যে যেখানে আছে একটা জায়গায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সেটা হচ্ছে গণতন্ত্র, স্বাধীনতার জন্য আর ষড়যন্ত্রকারীদের রুখবার জন্য। ঐক্যবদ্ধ ছাড়া এটি করা যাবে না।”

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, “দলকে ক্ষমতায় নিয়ে যেতে চাই। এছাড়া আমরা দেশকে আর কোনোভাবে রক্ষা করতে পারব না।” তিনি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানান।

খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। বিশেষ অতিথি ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। বক্তব্য দেন জেলা আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, নগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, শহীদ সাকিব রায়হানের বাবা আজিজুর রহমান, গণঅধিকার পরিষদ খুলনা মহানগরীর আহ্বায়ক বেলাল হোসেন, সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলী, বেগম রেহানা ঈসা, অ্যাডভোকেট তাছলিমা খাতুন ছন্দা, যুবদল নেতা ইবাদুল হক রুবায়েত, স্বেচ্ছাসেবক দল নেতা আতাউর রহমান রুনু, জাসাস নেতা ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম বাচ্চু এবং অন্যান্যরা। কোরআন তেলাওয়াত করেন ওলামা দল নেতা মাওলানা ফারুক হোসেন।

এদিকে সমাবেশের পর শোভাযাত্রা কর্মসূচি থাকলেও জনদুর্ভোগ বিবেচনায় সেটি বাতিল করা হয়। এছাড়া কর্মসূচি শেষে নেতাকর্মীরা সমাবেশস্থলে পরিস্কার-পরিছন্নতা কাজ করেন।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0