বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি আমরা দেইনি। তিনি জানান, এটি গোপালগঞ্জের একজন খতিবের দেওয়া উপাধি।
মঙ্গলবার (২ আগস্ট) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে ইসলামাবাদী এসব কথা বলেন। তিনি জানান, বৈঠকে সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে। এছাড়াও শাপলা চত্বরে গণহত্যা এবং মোদিবিরোধী আন্দোলনে নিহতদের কথা জুলাই সনদে উল্লেখ করার প্রস্তাব রাখা হয়েছে।
তিনি নুরের ওপর হামলার বিচার চাওয়া হয়েছে উল্লেখ করেন। একই সঙ্গে প্রশাসনে এখনও আওয়ামী লীগের কর্মকর্তাদের আধিপত্যকে নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, তাদের সরাতে হবে।
ইসলামাবাদী বলেন, দেশকে সঠিক পথে পরিচালিত করতে একটি নির্বাচিত সরকারের বিকল্প নেই। তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0