বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

গণঅধিকার পরিষদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এই অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন। এ সময় তিনি জনদুর্ভোগের কথা বিবেচনা করে অবরোধ তুলে নেওয়ার কথা জানান।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: তিন দফা দাবির প্রেক্ষিতে রাজধানীর পল্টন মোড়ে গণঅধিকার পরিষদের অবরোধ কর্মসূচি বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় প্রত্যাহার করা হয়েছে। এই অবরোধ প্রত্যাহারের ফলে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এই অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন। এ সময় তিনি জনদুর্ভোগের কথা বিবেচনা করে অবরোধ তুলে নেওয়ার কথা জানান।

এর আগে, গণঅধিকার পরিষদ বুধবার বিকেলে পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। তাদের প্রধান তিনটি দাবি ছিল—আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ চৌদ্দ দলের রাজনীতি নিষিদ্ধ করা, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলাকারীদের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ।

বিকেল ৫টায় বিজয়নগর দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা পল্টন মোড়ে অবস্থান নেন এবং সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

সমাবেশে রাশেদ খান বলেন, আওয়ামী লীগের মতোই জাতীয় পার্টির কার্যক্রমও দ্রুত নিষিদ্ধ করতে হবে, কারণ তারা এ দেশের দল নয়, ভারতের দল। তিনি চৌদ্দ দলের শরিক দলগুলোকেও নিষিদ্ধ করার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

নুরের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করায় তিনি সরকারকে ধন্যবাদ জানান এবং বলেন, এ ধরনের ঘটনা আর হতে দেওয়া হবে না। অবরোধ কর্মসূচির কারণে জনদুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা সরকারকে সহযোগিতা করছি। আমরা চাই না, আপনারা ব্যর্থ হন। আমরা চাইলে জাতীয় পার্টির কার্যালয়ের একটি ইটও থাকতো না। আমরা আইনকে অমান্য করিনি।’

এদিকে, জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিকেল ৩টায় শাহবাগে 'ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক সংহতি সমাবেশ' কর্মসূচি ঘোষণা করেছেন রাশেদ খান। তিনি জানান, সেখানে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সব দল অংশ নেবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন ও দফতর সম্পাদক শাকিল উজ-জামানসহ কেন্দ্রীয় নেতারা।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0