Logo

এবার যুদ্ধবিমান বিধ্বস্ত আমেরিকায়

আমেরিকার ক্যালিফোর্নিয়ায় মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। পাইলট নিরাপদে বেরিয়ে এসেছেন। স্থানীয় সময় বুধবার এ দুর্ঘটনা ঘটে বলে সিএনএন জানিয়েছে।

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকাঃআমেরিকার ক্যালিফোর্নিয়ায় মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। পাইলট নিরাপদে বেরিয়ে এসেছেন। স্থানীয় সময় বুধবার এ দুর্ঘটনা ঘটে বলে সিএনএন জানিয়েছে।

নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ক্যালিফোর্নিয়ায় নেভাল এয়ার স্টেশন লেমুরের কাছে মার্কিন নৌবাহিনীর এফ–৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

নৌবাহিনী জানিয়েছে, স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ভিএফ–১২৫–কে বিমানটি দেওয়া হয়েছিল; যা রাফ রেইডার্স নামে পরিচিত। এই বিমান দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

যে অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো শহর থেকে প্রায় ৪০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

তথ্যসূত্রঃসিএনএন

বাংলাফ্লো/এফএ

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0