আন্তর্জাতিক ডেস্ক,
ঢাকা: পাকিস্তান তাদের দীর্ঘদিনের বন্ধুদেশ চীনের সহযোগিতায় মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ করেছে উন্নত রিমোট সেন্সিং স্যাটেলাইট।
বৃহস্পতিবার (৩১ জুলাই) চীনের সিচুয়ানে শিচ্যাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার (XSLC) থেকে কুয়াইঝোউ-১এ রকেটের মাধ্যমে স্যাটেলাইটটি নির্ধারিত কক্ষপথে পাঠানো হয়। মিশনটি পরিচালনা করে পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো (SUPARCO)। এতে যৌথভাবে সহযোগিতা করেছে চীনের সিইটিসি এবং মাইক্রোস্যাট।
উৎক্ষেপণের পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই স্যাটেলাইট দিন-রাত উচ্চ-রেজোলিউশন পর্যবেক্ষণে সক্ষম এবং এটি দুর্যোগ ব্যবস্থাপনা, নগর পরিকল্পনা, কৃষি পর্যবেক্ষণ, খাদ্য নিরাপত্তা, জলবায়ু বিশ্লেষণ এবং পানিসম্পদ ব্যবস্থাপনায় বড় ধরনের ভূমিকা রাখবে।
পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার স্যাটেলাইট উৎক্ষেপণে সুপারকো ও চীনা অংশীদারদের অভিনন্দন জানিয়ে বলেন, এটি পাকিস্তানের মহাকাশ অভিযাত্রায় একটি মাইলফলক এবং চীন-পাকিস্তান বন্ধুত্বকে আরও সুদৃঢ় করেছে।
এআরওয়াই নিউজ জানায়, স্যাটেলাইটটি উন্নত ইমেজিং সিস্টেম এবং সেন্সর প্রযুক্তিতে সজ্জিত, যা বন্যা, ভূমিকম্প, ভূমিধস এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আগাম সতর্কতা প্রদান করতে সক্ষম। এতে করে সিপিইসি-সংশ্লিষ্ট প্রকল্পসহ অবকাঠামো উন্নয়ন ও জাতীয় পরিকল্পনায় সহায়ক হবে।
পরিকল্পনামন্ত্রী আরও জানান, আগামী বছর পাকিস্তান মহাকাশে একজন নভোচারী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে এবং ২০৩৫ সালের মধ্যে চাঁদে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করেছে দেশটি।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0