আন্তর্জাতিক ডেস্ক,
ঢাকা: চীনের রাজধানী বেইজিংয়ের উপকণ্ঠে অবস্থিত একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ বন্যার সময় অন্তত ৩১ জন প্রবীণ বাসিন্দার মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের বেশিরভাগই চলাফেরায় অক্ষম ছিলেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
বেইজিংয়ের মিয়ুন জেলায় অবস্থিত ওই নার্সিংহোমে বন্যার পানি বুকসমান হয়ে যাওয়ার পর উদ্ধারকারীরা সেখানে পৌঁছান। ভিডিও ফুটেজে দেখা যায়, জরুরি সেবা কর্মীরা পানিতে হেঁটে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করছেন। চীনা সংবাদমাধ্যম জানিয়েছে, বন্যার সময় নার্সিংহোমটিতে ৭৭ জন প্রবীণ ছিলেন, যাদের মধ্যে প্রায় ৪০ জন সেখানে আটকে পড়েন।
স্থানীয় প্রশাসন স্বীকার করেছে, দুর্যোগ মোকাবেলায় তাদের জরুরি পরিকল্পনায় বড় ধরণের ঘাটতি ছিল। এক কর্মকর্তা বলেন, “এই ঘটনা আমাদের জন্য বেদনাদায়ক শিক্ষা এবং সতর্কবার্তা।বহুদিন ধরেই শহরের এই অংশটি নিরাপদ বলে ধরে নেওয়া হয়েছিল, তাই এটি সরিয়ে নেওয়ার বিষয়ে আমাদের কোনও পরিকল্পনা ছিল না। এই ঘটনা প্রমাণ করে, আমাদের জরুরি পরিকল্পনায় ফাঁকফোকর ছিল। আমরা চরম আবহাওয়ার ঝুঁকি সম্পর্কে যথেষ্ট সচেতন ছিলাম না। এই বেদনাদায়ক অভিজ্ঞতা আমাদের জন্য সতর্কবার্তা হয়ে এসেছে।”
প্রতিষ্ঠানটি মূলত শারীরিকভাবে গুরুতর অক্ষম, নিম্নআয়ের ও সামাজিক সহায়তা পাওয়া প্রবীণদের আশ্রয় ও সেবা দিয়ে আসছিল।
এদিকে, বেইজিংয়ের চলমান বন্যায় এ পর্যন্ত মোট ৪৪ জনের মৃত্যু হয়েছে। আশেপাশের প্রদেশ হেবেইয়ে মারা গেছেন আরও ১৬ জন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চেংদেতে মারা গেছেন ৮ জন এবং এখনও ১৮ জন নিখোঁজ রয়েছেন।
চীনে চলতি গ্রীষ্মে একদিকে যেমন রেকর্ড পরিমাণ তাপপ্রবাহ দেখা দিয়েছে, অন্যদিকে দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনা বাড়ছে।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0