শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

এবার ভারতের কপালে দুঃখ আছে: পাকিস্তান অধিনায়ক

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। আগামী রোববার (১৪ সেপ্টেম্বর) হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। সেই ম্যাচের আগে সূর্যকুমার যাদবদের হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আঘা। তার দাবি, পাকিস্তানের স্পিন আক্রমণে সমস্যায় পড়বে ভারত।

এশিয়া কাপের আগে সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তানের সঙ্গে একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলেছে পাকিস্তান। ফাইনালে আফগানিস্তানকে ৭৫ রানে হারিয়েছে তারা। ১৪২ রান তাড়া করতে নেমে ৬৬ রানে অল আউট হয়ে যায় আফগানিস্তান। এ ম্যাচে হ্যাটট্রিক-সহ ৫ উইকেট নেন স্পিনার মোহাম্মদ নেওয়াজ।

আফগানিস্তানকে হারিয়ে নিজের পরিকল্পনার কথা জানান সালমান। তিনি বলেন, ‘এবার ওদের (ভারতের) কপালে দুঃখ আছে। আমরা তৈরি। দলের সকলে ভাল ফর্মে আছে। যেখানে দরকার পড়বে আমরা দুই স্পিনার খেলাব। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেব। আমাদের স্পিনারদের বিরুদ্ধে ভারত সমস্যায় পড়বে। নেওয়াজ ফিরে আসার পর থেকে দারুণ খেলছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব ভাল করছে। এশিয়া কাপেও এই কাজটাই ও করবে।’

এশিয়া কাপে দুবাইয়ের মাঠে বেশি রান হবে না বলে মনে করেন সালমান। তার মতে, লো স্কোরিং ম্যাচ হবে। তাতে লড়াই আরও জমবে। তিনি বলেন, ‘আমার মনে হয় এখানকার উইকেটে ১৪০ রান অনেক। তাই যে দল ভাল বল করবে তারা জিতবে। আমাদের বোলারেরা ভাল ফর্মে আছে। আমরা আত্মবিশ্বাসী।’

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে এই দুবাইয়েই ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। সেই শেষ। তার পর ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৩ সালের এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ সালের চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতের কাছে হেরেছে পাকিস্তান। তবে সব ভেবেই ভারতকে হারানোর হুঁশিয়ারি দিলেন পাক অধিনায়ক।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0