শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

অস্ট্রেলিয়া সফরের আগে রোহিতের স্পষ্ট বার্তা

অক্টোবরের ১৯ তারিখে পার্থে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: ভারতের ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা নেটে ব্যাট হাতে ফিরেই বার্তা দিলেন, “আমি কোথাও যায়নি।” আসন্ন অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে ৩৮ বছর বয়সী এই ওপেনার প্রস্তুত হচ্ছেন নতুন করে।

অক্টোবরের ১৯ তারিখে পার্থে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজ দিয়েই প্রায় আট মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন রোহিত। টেস্ট থেকে অবসর নিয়েছেন এর মধ্যেই, টি-টোয়েন্টি থেকেও বিদায় বলেছেন। ফলে তার ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন উঠলেও ওয়ানডে ক্রিকেটে তিনি এখনো দৃঢ় অবস্থান জানাচ্ছেন।

সাম্প্রতিক এক ভিডিওতে নেটে ব্যাটিংয়ের ঝলক দেখান রোহিত। ক্যাপশনে লিখেছেন, “That felt good.” অর্থাৎ, দীর্ঘ বিরতির পর আবারও মাঠে নামার অনুভূতি ভাগ করে নিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমে গুঞ্জন চলছে, রোহিত ও বিরাট কোহলির জন্য এটাই হয়তো শেষ ওয়ানডে সিরিজ হতে পারে। এমনকি ২০২৭ সালের বিশ্বকাপে খেলতে চাইলে তাদের ঘরোয়া ক্রিকেটে ফিরে ‘বিজয় হজারে ট্রফি’ খেলতেও বলা হতে পারে। তবে সবকিছুর সিদ্ধান্ত নির্ভর করছে প্রধান নির্বাচক অজিত আগারকার এবং কোচ গৌতম গম্ভীরের ওপর।

২০২৩ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের ক্ষত এখনো তাজা রোহিতের মনে। তাই হয়তো আরও একবার আইসিসি টুর্নামেন্ট জয়ের সুযোগ নিয়েই বিদায় জানাতে চান তিনি।

এদিকে, আগামী ৩০ সেপ্টেম্বর কানপুরে ভারত ‘এ’ ও অস্ট্রেলিয়া ‘এ’ দলের মধ্যকার সিরিজ নিয়েও গুঞ্জন রয়েছে—রোহিত কি সেখানে খেলবেন ম্যাচ অনুশীলনের জন্য?

এ বছরের শুরুতেই রোহিত ও বিরাট টেস্ট ক্রিকেটকে বিদায় জানান। তার আগে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ফরম্যাটটি থেকেও সরে দাঁড়ান। তবে চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ জয়ে তাদের অবদান ছিল অনন্য।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0