শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

বিক্রি কম হওয়ায় পাক-ভারত ম্যাচের টিকিটে ছাড়

প্রচলিতভাবে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ‘হাউসফুল’ পরিবেশ। আয়োজকেরা তাই এমন ধীর বিক্রিতে বিস্মিত।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: এশিয়া কাপ মানেই ভারত-পাকিস্তান দ্বৈরথ। ক্রিকেট বিশ্বে সবচেয়ে প্রতীক্ষিত লড়াইটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তবে আশ্চর্যের বিষয়, এ ম্যাচকে ঘিরে প্রত্যাশিত টিকিট বিক্রি হয়নি।

আয়োজকরা জানিয়েছে, দর্শকদের অভিযোগ এবং কম চাহিদার কারণে টিকিটের দাম কমাতে হয়েছে। যেখানে সাধারণ আসনের টিকিটের দাম আগে ছিল ৪৭৫ দিরহাম, সেটি কমিয়ে আনা হয়েছে ৩৫০ দিরহামে। সবচেয়ে বড় ধাক্কা লেগেছে প্রিমিয়াম সেকশনে, যেখানে এখনও অনেক আসন ফাঁকা রয়ে গেছে।

প্রচলিতভাবে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ‘হাউসফুল’ পরিবেশ। আয়োজকেরা তাই এমন ধীর বিক্রিতে বিস্মিত।

ক্রিকেটীয় দিক থেকে, ভারত ইতোমধ্যে নিজেদের প্রথম ম্যাচে দারুণ আত্মবিশ্বাস জুগিয়েছে। আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতকে মাত্র ৫৭ রানে অলআউট করার পর মাত্র ৪.৩ ওভারেই ১ উইকেটে জয়ের লক্ষ্য ছুঁয়ে ফেলে সুর্যকুমার যাদবের দল। অন্যদিকে, পাকিস্তান শুক্রবার একই ভেন্যুতে ওমানের বিপক্ষে নিজেদের অভিযান শুরু করবে।

এ পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ১৩ বার। ভারতের জয় ১০টি, পাকিস্তানের জয় ৩টি। সর্বশেষ দেখা হয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে, যেখানে ভারত জয় পেয়েছিল ৬ উইকেটে।

পাকিস্তান দল: সালমান আগা (অধিনায়ক), শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, ফখর জামান, হাসান আলি, হুসেইন তালাত, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, খুশদিল শাহ, সাইম আইয়ুব, আব্দুর রহমান, আব্দুর আহাদসহ পূর্ণ স্কোয়াড।

ভারত দল: সুর্যকুমার যাদব (অধিনায়ক), শুবমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, হার্দিক পান্ডিয়া, জসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ঋষভ পন্ত, রিঙ্কু সিংসহ পূর্ণ স্কোয়াড।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0