এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: বলিউডের দুই শীর্ষস্থানীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং আনুশকা শর্মা। ক্যারিয়ারের শুরুটা প্রায় একই সময়ে হওয়ায় তাঁদের মধ্যে তুলনা এবং এক অদৃশ্য ঠান্ডা লড়াইয়ের গুঞ্জন চলেছে বছরের পর বছর। কিন্তু তাঁদের মধ্যেকার এই অস্বস্তিকর সম্পর্কের আসল কারণ কী ছিল? সত্যিই কি তাঁদের মধ্যে কোনো শত্রুতা ছিল? এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে রাজীব মাসান্দের সঙ্গে করা তাঁদের এক পুরোনো গোলটেবিল বৈঠকের আলোচনায়, যেখানে আনুশকা নিজেই এই রহস্য ফাঁস করেছিলেন।
‘আমাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি’: সেই গোলটেবিল বৈঠকে দীপিকা পাড়ুকোন এবং রিচা চাড্ডাও উপস্থিত ছিলেন। সেখানেই আনুশকা তাঁদের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন। তিনি স্পষ্ট করে জানিয়েছিলেন, “দীপিকা আর আমার একে অপরের সঙ্গে ঝগড়া করার কথা বা আমাদের বনিবনা হচ্ছে না, এমনটা হওয়ার কোনো কারণ নেই। তার সঙ্গে আমার কখনো ঝগড়া হয়নি।”
অস্বস্তির আসল কারণ: তাহলে কেন তাঁদের সম্পর্ক নিয়ে এত গুঞ্জন বা অস্বস্তি? আনুশকা নিজেই এর ব্যাখ্যা দেন। তিনি বলেন, “জানো কী, আমরা একই কলেজে পড়েছি। আমরা একই শহর থেকে এসেছি। আমাদের একটা ইতিহাস আছে। আসলে বাইরে লোক যখন এসব নিয়ে বেশি কথা বলে, আলোচনা করে, তখনই সমস্যা তৈরি হয়। সেই সময়ে যখন একে অপরের সঙ্গে দেখা হয়, তখন একটা অস্বস্তি হয়।” তাঁর মতে, তাঁদের মধ্যে ব্যক্তিগত কোনো সমস্যা না থাকলেও, তৃতীয় পক্ষের তৈরি করা চাপই এই অস্বস্তিকর পরিবেশের জন্য দায়ী।
গুঞ্জনের কেন্দ্রে রণবীর সিং: অনুসন্ধানে দেখা যায়, আনুশকার বলা এই ‘বাইরের লোকের আলোচনা’র মূল বিষয়বস্তুই ছিলেন অভিনেতা রণবীর সিং। ২০১০ সালে ‘ব্যান্ড বাজা বারাত’ ছবির পর থেকেই রণবীরের সঙ্গে আনুশকার প্রেমের গুঞ্জন বলিউডের বাতাসে ভাসছিল। যদিও তাঁরা কেউই প্রকাশ্যে সম্পর্ক স্বীকার করেননি, তবে তাঁদের রসায়ন নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। পরবর্তীতে সেই রণবীর সিংয়ের সঙ্গেই দীপিকার প্রেম এবং বিয়ে হয়। বিশ্লেষকদের মতে, একজন প্রাক্তন প্রেমিকের বর্তমান সঙ্গীর সঙ্গে দেখা হলে যে স্বাভাবিক অস্বস্তি তৈরি হয়, মিডিয়ার অতিরিক্ত আলোচনার কারণে তাঁদের ক্ষেত্রে সেই অস্বস্তিই বহুগুণে বেড়ে গিয়েছিল।
সব মিলিয়ে, দীপিকা-আনুশকার এই আলোচিত শীতল সম্পর্কটি কোনো ব্যক্তিগত রেষারেষির ফল ছিল না, বরং এটি ছিল তারকাদের জীবনের ওপর মিডিয়া এবং সাধারণ মানুষের আলোচনার চাপের এক অন্যতম উদাহরণ।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0