রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

স্বৈরাচার রোধে জাতীয় ঐক্যের বিকল্প নেই: ড. মুহাম্মদ ইউনূস

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: জাতীয় ঐকমত্য ছাড়া স্বৈরাচার ফিরিয়ে আনার সব পথ বন্ধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক ইউনূস বলেন, “এই ঐকমত্য কমিশন সারা বিশ্বে নজির হয়ে থাকবে। যদি সবাই ঐকমত্যে পৌঁছাতে পারি, তাহলে আগামী নির্বাচন হবে মহাউৎসবের, নবজন্ম হবে। স্বৈরাচার ফেরার সব রাস্তা বন্ধ করতে হবে, সেক্ষেত্রে জাতীয় ঐক্যের বিকল্প নেই।”

সংস্কারের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, “স্বৈরাচার যেন আর কোনোভাবেই ফিরে আসতে না পারে, সেজন্যই এত সংস্কার। সেজন্য সবাইকে একমত হতে হবে। এতে দ্বিমতের কোনো সুযোগ নেই। এখান থেকেই উৎসব শুরু, সেখান থেকে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে।”

এর আগে দুপুরে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “জুলাই সনদ যেহেতু জাতীয় দলিল হবে, রাজনৈতিক সমঝোতার দলিল হবে, সেহেতু এটি নির্ভুল হওয়া উচিত।” তিনি আরও মন্তব্য করেন, যে বিষয়গুলো আলোচনায় আসেনি, তা জুলাই সনদে না আনা ভালো হবে।

এদিকে, সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হলে ভোট সুষ্ঠু হওয়ার আশা প্রকাশ করেন জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি এইচ. এম. হামিদুর রহমান আযাদ।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0