স্পোর্টস ডেস্ক
ঢাকা: খেলার দুনিয়ায় ক্রিশ্চিয়ানো রোনালদোকে আমরা চিনি গোলমেশিন হিসেবে। তবে মাঠের বাইরে তার উদার ও মানবিক দিকটি অনেকেই হয়তো জানেন না। সম্প্রতি সাবেক রিয়াল মাদ্রিদ গোলকিপার কিকো কাসিয়া এক সাক্ষাৎকারে প্রকাশ করেছেন রোনালদোর এক হৃদয়স্পর্শী গল্প, যা ফুটিয়ে তোলে তার অসাধারণ ব্যক্তিত্ব।
কাসিয়ার ভাষায়, রোনালদো শুধু একজন সুপারস্টার নন; বরং এক ‘অসাধারণ মানব’, যিনি সবসময়ই পাশে থাকেন দলের প্রত্যেক সদস্যের। তিনি জানান, ‘রোনালদো এমন একজন মানুষ, যাকে কিছু চাইলে তিনি না বলতে জানেন না। একবার যুক্তরাষ্ট্রে প্রি-সিজন ট্যুরে যাওয়ার সময় তিনি রিয়ালের প্রত্যেক স্টাফ, ফিজিওথেরাপিস্ট, সিকিউরিটি গার্ডসহ সবাইকে নতুন আইফোন এবং অ্যাপল ওয়াচ উপহার দেন। তিনি এসব নিয়ে কখনো গর্ব করেন না বা প্রচারও করেন না। এটি ছিল তার কৃতজ্ঞতা প্রকাশের এক নিঃস্বার্থ উপায়।’
২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত রিয়ালে কাটানো নয় বছরের সময়ে রোনালদো ৪৫০ গোল এবং ১৩১টি অ্যাসিস্ট করে গড়ে তুলেছিলেন কিংবদন্তির মর্যাদা। এই সময়ে ক্লাবটিকে জিতিয়েছেন চারটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি লা লিগা, চারটি ঘরোয়া কাপ এবং তিনটি ক্লাব বিশ্বকাপ শিরোপা। মাঠে লিওনেল মেসির সঙ্গে চিরন্তন দ্বন্দ্বের মধ্যেও তিনি বারবার প্রমাণ করেছেন, কেন তাকে সর্বকালের অন্যতম সেরা বলা হয়।
কাসিয়া আরও যোগ করেন, ‘যখন জিদান কোচ হিসেবে আসেন, তখন রোনালদো এবং বেনজেমা দুজনই তাদের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করতেন, যেন তারা জিদানকে হতাশ না করেন। দলের প্রতি তাদের এ কমিটমেন্টই দেখায়, রোনালদো শুধু ব্যক্তিগত সাফল্যের পেছনে ছোটেন না; বরং দলকেও সমান গুরুত্ব দেন।’
রোনালদো পরে জুভেন্তাস ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলে বর্তমানে সৌদি প্রো-লিগের ক্লাব আল-নাসরের হয়ে খেলছেন। ৪২ বছর বয়সের পরও এই পর্তুগিজ তারকার ফুটবল জার্নি অব্যাহত থাকবে।
মাঠে যেমন দুর্দান্ত, মাঠের বাইরে তেমনি অসাধারণ—এই গল্পটি আবারও প্রমাণ করল, ক্রিশ্চিয়ানো রোনালদো কেবল একজন মহান ফুটবলার নন, একজন অনন্য মানুষও বটে।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0