বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

দুর্নীতি রোধে কঠোর বিসিবি, টুর্নামেন্টের আগে ক্রিকেটারদের ক্লাস

তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনও বিসিবি সভাপতির হাতে পৌঁছেছে। এমন অনাকাঙ্ক্ষিত বিষয় রোধে কঠোর হচ্ছে বিসিবি, সেলক্ষ্যে কিছু উদ্যোগ নিচ্ছে তারা।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে (ডিপিএল) ম্যাচ ফিক্সিংয়ের মতো অভিযোগ নিয়ে কয়েক সপ্তাহ ধরেই বেশ আলোচনা ছিল। টুর্নামেন্ট দুটির দুর্নীতি নিয়ে বেশ কিছু বিষয় উঠে এসেছে গণমাধ্যমের প্রতিবেদনে। তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনও বিসিবি সভাপতির হাতে পৌঁছেছে। এমন অনাকাঙ্ক্ষিত বিষয় রোধে কঠোর হচ্ছে বিসিবি, সেলক্ষ্যে কিছু উদ্যোগ নিচ্ছে তারা।

গতকাল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ‘ক্রিকেটকে আমাদের রক্ষা করতে হবে। আমাদের সনদের এক নম্বর ব্যাপারই হলো– আমরা কীভাবে ক্রিকেটকে রক্ষা করতে পারি সবাই মিলে।’ এখন থেকে ঘরোয়া টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটারদের নিয়ে কর্মশালা বা ক্লাস নিতে চায় বিসিবি।

প্রথম ধাপ হিসেবে আসন্ন জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) অংশগ্রহণকারী খেলোয়াড়দের জন্য বিশেষ কর্মশালার আয়োজন করা হবে বলে জানান বুলবুল, ‘আমাদের পরবর্তী খেলা হলো এনসিএল। সেখানে যত খেলোয়াড় খেলবেন, সবাইকে নিয়ে অ্যান্টি-করাপশনের কোড অব কন্ডাক্ট বিস্তারিত বাংলায় অনুবাদ করে ক্লাস নিয়ে বোঝানো হবে। তাদেরকে একটা ফর্মে স্বাক্ষর করতে হবে এবং তারপর তারা খেলতে পারবেন।’এনসিএলের পর তৃতীয় বিভাগ ক্রিকেট টুর্নামেন্টেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন বুলবুল, ‘অক্টোবর মাস থেকে তৃতীয় বিভাগের ক্রিকেট খেলা শুরু হবে। আমরা চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফান্ডে যত টুর্নামেন্ট হবে, সবগুলোতেই আমরা অ্যান্টি করাপশন আইন ও কোড অব কন্ডাক্ট ভালো করে শেখাব। তারা পড়বে, বুঝবে এবং স্বাক্ষর করবে, তারপর তাদের খেলতে দেওয়া হবে। শুরু করছি এনসিএল দিয়ে, তারপরে তৃতীয় বিভাগ ক্রিকেটের যতগুলো দল আছে সবাইকে শেখাব। তাহলে সবাই জানতে পারল।’

এই পরিকল্পনায় খেলোয়াগ-কোচ-আম্পায়ার সবাইকে যুক্ত করার কথা বলেন বুলবুল, ‘খেলাটাকে রক্ষা করার জন্য আমাদের যে স্কোপ আছে, আমরা খেলোয়াড়, কোচ, আম্পায়ার এদের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারি। আমাদের স্কোপের বাইরে যেটা আছে সেটা আমরা ক্যাম্পেইন করে বলব যে খেলার যে নিয়ম আছে, নীতি যেগুলো আছে, নৈতিক মূল্যবোধ ও ধর্মীয় মূল্যবোধ যা আছে তা ক্যাম্পেইন করে জানাব গণমাধ্যমের মাধ্যমে। আমরা চেষ্টা করব ক্রিকেটটাকে রক্ষা করার, আপনারা (গণমাধ্যম) যারা আছেন আপনারাও চেষ্টা করবেন আশা করি।’

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0