বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে টানা ১৪তম দিনের মতো সাক্ষ্যগ্রহণ চলছে আজ (মঙ্গলবার)। এদিন ট্রাইব্যুনালে আনা হয়েছে পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার কথা। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এর আগে সোমবার (৮ সেপ্টেম্বর) মামলার ১৩তম দিনের সাক্ষ্যগ্রহণে রাষ্ট্রপক্ষের ৩৯তম সাক্ষী এসআই মো. আশরাফুল ইসলামের জবানবন্দি রেকর্ড করা হলেও তার জেরা হয়নি। আজ তাকে জেরা করবেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।
গত ২ সেপ্টেম্বর মামলার অন্যতম আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাক্ষ্য দেন। তার জেরা শেষ হয় ৪ সেপ্টেম্বর। এ মামলায় এখন পর্যন্ত ৩৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে।
২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে দমনের অভিযোগে দায়ের হওয়া এই মামলায় ৩ আগস্ট থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এরপর থেকে প্রতিদিন পর্যায়ক্রমে রাষ্ট্রপক্ষের সাক্ষীর জবানবন্দি ও জেরা অব্যাহত রয়েছে।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0