বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

ডাকসু নির্বাচনে গ্রেপ্তার ভুয়া সাংবাদিক কারাগারে

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সন্দেহজনক অবস্থায় আটক হওয়া ভুয়া সাংবাদিক জাহিদুল ইসলাম জাহিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

মামলার নথি থেকে জানা যায়, ফৌজদারী কার্যবিধির ৫৪ (১) ধারায় গ্রেপ্তার দেখিয়ে জাহিদকে আদালতে হাজির করে শাহবাগ থানার উপপরিদর্শক মো. তৌফিক হাসান। তিনি আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। এ সময় মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে জাহিদ সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় প্রক্টরিয়াল টিম তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি নিজের নাম-ঠিকানা জানালেও বৈধ কোনো পরিচয়পত্র ছাড়াই নিজেকে সাংবাদিক দাবি করেন। তদন্তে বেরিয়ে আসে, ভোট গ্রহণ চলাকালে ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ থাকা সত্ত্বেও তিনি নির্বাচনী কার্যক্রমে বিঘ্ন ঘটানোর উদ্দেশ্যে ভেতরে প্রবেশের চেষ্টা করেছিলেন।

পরে আদালতে আসামিপক্ষে জামিন আবেদন করা হলে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে জাহিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0