মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশে জঙ্গিবাদের কোনও অবস্থান নাই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশে জঙ্গিবাদের কোনও অবস্থান নাই। এখানে বড় ধরনের কোনও জঙ্গিবাদ নাই। গণমাধ্যম ও দেশের মানুষের সহযোগিতায় এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে।’

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশে জঙ্গিবাদের কোনও অবস্থান নাই। এখানে বড় ধরনের কোনও জঙ্গিবাদ নাই। গণমাধ্যম ও দেশের মানুষের সহযোগিতায় এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘গত ১০ মাসে কোনও মিডিয়া জঙ্গিবাদের তথ্য দিতে পারে নাই। আগে ছিল বলে দিয়েছে, এখন নাই তাই দেয় নাই।’

রবিবার (৬ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রফতানি কার্গো ভিলেজ ও বিএডিসি হিমাগার পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়া থেকে ফেরত তিন জনের মূলত ভিসার মেয়াদ ছিল না। সেখানকার পুলিশ প্রধান যাদের বিষয়ে বলেছে, তারা এখনও আসেনি। তাদের বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখবো।’

বাংলাদেশে তাদের সঙ্গে জঙ্গি সম্পৃক্ততার কোনও তথ্য পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, ‘অফিসিয়ালি এখনও আমরা কোনও তথ্য পাইনি। বিভিন্ন গণমাধ্যমের আমরা যা জানতে পেরেছি, সেটাই খতিয়ে দেখা হচ্ছে।’

বাংলাফ্লো/এসকে

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0