বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

ভোটার সংখ্যা বাড়িয়ে ভোটকেন্দ্র ব্যবস্থাপনা নীতিমালা জারি

সোমবার (১ সেপ্টেম্বর) ইসির উপসচিব মো. মাহবুব আলম শাহ্ স্বাক্ষরিত এক সংশোধনী বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

ছবি: বাংলাফ্লো

বাংলাফ্লো প্রতিনিধি,

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ এ সংশোধনী এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে প্রতি ভোটকক্ষে নারী ও পুরুষ ভোটারের সংখ্যা ১০০ জন করে বৃদ্ধি করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) ইসির উপসচিব মো. মাহবুব আলম শাহ্ স্বাক্ষরিত এক সংশোধনী বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

সংশোধনীতে বলা হয়েছে, পূর্বের নিয়ম অনুযায়ী ৩ হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র এবং ৫০০ জন পুরুষ ভোটার ও ৪০০ জন মহিলা ভোটারের জন্য একটি কক্ষ নির্ধারণের বিধান ছিল। নতুন সংশোধনীতে তা পরিবর্তন করে বলা হয়েছে— সাধারণভাবে ৩ হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র এবং ৬০০ জন পুরুষ ভোটার ও ৫০০ জন মহিলা ভোটারের জন্য একটি ভোটকক্ষ নির্ধারণ করতে হবে।

এর আগে নির্বাচনে ব্যয় কমানোর কথা উল্লেখ করে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে বুথের সংখ্যা পুনর্নির্ধারণ করার মাধ্যমে কমিশন ইতোমধ্যে প্রায় ১০০ কোটি টাকা সাশ্রয় করেছে। আগে পুরুষদের জন্য একটি বুথে ভোটার সংখ্যা ছিল ৫০০ এবং নারীদের জন্য ৪০০। এখন তা যথাক্রমে ৬০০ ও ৫০০ করা হয়েছে। এর ফলে প্রায় ৪৯ হাজার বুথ কমানো সম্ভব হয়েছে। সেই সঙ্গে প্রায় দেড় লাখ নির্বাচন কর্মকর্তার প্রয়োজনও কমেছে।

তিনি আরও বলেন, শুধু একটি সিদ্ধান্তের মাধ্যমে এত বড় অঙ্কের ব্যয় সাশ্রয় করা গেছে। ভবিষ্যতেও প্রতিটি ধাপে এই মিতব্যয়িতা নিশ্চিত করতে হবে।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0