বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫৫২ জন হাসপাতালে ভর্তি

এটি চলতি বছরের একদিনে আক্রান্তের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। তবে স্বস্তির বিষয়, এই সময়ে কোনো মৃত্যু ঘটেনি।

ফাইল ছবি

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৫৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এটি চলতি বছরের একদিনে আক্রান্তের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। তবে স্বস্তির বিষয়, এই সময়ে কোনো মৃত্যু ঘটেনি।

সোমবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরে মোট ৩২,০২৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, আর মৃত্যুর সংখ্যা ১২২।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৯৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৯ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৪ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন রয়েছেন।

এর আগে রোববার ৫৬৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং ৪ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরের একদিনে সর্বোচ্চ আক্রান্তের ঘটনা হিসেবে ধরা হয়েছে।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0