বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: আগস্টের শেষভাগে রাজধানী ঢাকার আকাশে ভাসছে মেঘের খেলা, তবে তাতে মিলছে না খুব একটা স্বস্তি। সূর্যের তেজে বাড়ছে গরমের চাপ, তার সঙ্গে আর্দ্রতার কারণে বেড়েছে অস্বস্তিও। আজকের দিনে তাপমাত্রা আরও কিছুটা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে মাঝেমধ্যে ঝরতে পারে হালকা বৃষ্টি, যা এনে দিতে পারে সাময়িক প্রশান্তি।
সোমবার (২৫ আগস্ট) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।
পূর্বাভাসে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এসময় হালকা বৃষ্টি হতে পারে। বাতাসের গতি ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার থাকবে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে, আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষরিত আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না।
আজকের সূর্যোদয় ও সূর্যাস্ত (ঢাকা)
সূর্যোদয়: ভোর ৫টা ৩8 মিনিটে। সূর্যাস্ত: সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0