Logo

তারেক রহমানের ভিশন ক্রিয়েটিভ ইকোনোমিক: আমির খসরু

আমির খসরু মাহমুদ বলেন, ‘অর্থনীতিকে মুক্ত রাখতে হবে যাতে করে সব মানুষ সুযোগ নিতে পারে। আগামী দিনে তারেক রহমানের ভিশন হচ্ছে ক্রিয়েটিভ ইকোনোমিক।’

ফাইল ছবি

বাংলাফ্লো প্রতিনিধি

ময়মনসিংহ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী দিনে তারেক রহমানের ভিশন হচ্ছে ক্রিয়েটিভ ইকোনোমিক। তিনি আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মুক্ত অর্থনীতির কথা ভাবছেন। অর্থনীতিকে গণতন্ত্রায়ণ করার কথা ভাবছেন। অর্থনীতিতে কোন দখলদারত্ব চলবে না।’

বুধবার (২৩ জুলাই) দুপুরে ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমির খসরু মাহমুদ বলেন, ‘অর্থনীতিকে মুক্ত রাখতে হবে যাতে করে সব মানুষ সুযোগ নিতে পারে। আগামী দিনে তারেক রহমানের ভিশন হচ্ছে ক্রিয়েটিভ ইকোনোমিক।’

ময়মনসিংহ নগরীর সিলভার ক্যাসেল রিসোর্টে ব্যবসায়ীদের সমন্বয়কারী মুনসুর আলম চন্দনের সভাপতিত্বে সভায় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রোনুজ্জামান সরকার রোকন, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

ময়মনসিংহ বিভাগে বেসরকারি উদ্যোগে ইপিজেড করার জন্য ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানান আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাংলাফ্লো/আফি

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0