Logo

হাসপাতালে জামায়াত আমির, শুরু হয়েছে বাইপাস সার্জারি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি চলছে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি,

ঢাকা: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি চলছে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া এই অপারেশন পরিচালনা করছেন দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সাড়ে ৮টায় অপারেশন শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। অপারেশন চলছে। এখন ভেতরের খবর পাওয়া যাচ্ছে না। কমপক্ষে ৫ ঘণ্টা সময় লাগবে।

এর আগে শুক্রবার এক সংবাদ সম্মেলনে অধ্যাপক পরওয়ার বলেন, ‘প্রিয় রাহবারের সুস্থতা কামনায় আমরা যেন আল্লাহর দরবারে নফল ইবাদতের মাধ্যমে– সালাত, সিয়াম ও সাদাকাহর মাধ্যমে একান্তভাবে দোয়া করি। আল্লাহ তায়ালা যেন আমাদের রাহবারকে দ্রুত আরোগ্য দান করেন এবং পূর্ণ সক্ষমতা নিয়ে দ্বীনের ময়দানে ফিরে আসার তাওফিক দেন, এই দোয়াই করছি।’

গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে অংশ নেওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে ৩০ জুলাই ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে করা এনজিওগ্রামে তার হার্টে চারটি ব্লক ধরা পড়ে। যদিও পরবর্তিতে তিনি স্থিতিশীল ছিলেন এবং স্বজনদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেছেন।

জামায়াতের পক্ষ থেকে শুক্রবার জুমার দিন দেশের প্রতিটি মসজিদে বিশেষ দোয়ার আয়োজনের জন্য কর্মী ও দ্বীনি সাথীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0