বাংলাফ্লো প্রতিনিধি,
ঢাকা: নতুন বাংলাদেশ এবং রাষ্ট্র ভাবনার রূপকল্প আগামী রোববার প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (২ আগস্ট) বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয় রূপায়ণ টাওয়ারে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, আমরা শহীদ মিনারে আমাদের পদযাত্রা তার আনুষ্ঠানিক পরিসমাপ্তি হবে এবং আমাদের নতুন বাংলাদেশের ইশতেহার পাঠ করা হবে। যেখানে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা এবং আমাদের কর্মসূচি আমরা ঘোষণা করব।
তিনি বলেন, গণ অভ্যুত্থানের এক বছর পূর্তিতে পহেলা জুলাই থেকে সারা দেশব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করেছি আমরা। প্রত্যেকটা জায়গায় আমরা গিয়েছি, মানুষের কথা শুনেছি। গণ অভ্যুত্থানে শহীদ হওয়া পরিবার সমূহের সাথে আমরা সাক্ষাৎ করেছি।
তিনি বলেন, আমরা বলেছিলাম যে, মানুষের কাছে আমরা যাচ্ছি, মানুষের কথা শুনছি। এর ভিত্তিতে আমরা আমাদের ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণ করব। আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের রূপকল্প আমরা তৈরি করব।
গতবছরের ৩ আগস্টের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা জানি যে, জুলাই গণঅভ্যুত্থানের তেসরা আগস্টে শহীদ মিনার থেকে সরকার পতনের এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের একদফা দাবি ঘোষিত হয়েছিল। এর মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি জানিয়ে এসেছিলাম এবং আমরা আমাদের পদযাত্রার মধ্যেও স্পষ্ট করেছি।
তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে বক্তব্যে আমরা বলেছি যে, ফ্যাসিবাদী সরকারের পতন হলো, ফ্যাসিবাদী ব্যবস্থার পতন এখনও হয়নি। ফলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের বা নতুন বাংলাদেশ বিনির্মাণের যে লড়াই সেটি আমাদেরকে এখনও চালিয়ে যেতে হচ্ছে।
বাংলাফ্লো/এনআর
Comments 0