বাংলাফ্লো প্রতিনিধি,
ঢাকা: পুলিশি বাধায় পণ্ড জাতীয় পার্টির প্রতিবাদ সভা। পূর্বানুমতি না নেওয়ায় সমাবেশে যোগদান করতে আসা নেতাকর্মীদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দাঁড়াতে বাধা দেয়া হয়। পুলিশের বাধায় মুখে রাস্তার ওপর দাঁড়িয়ে বিভিন্ন শ্লোগান দেয় জাতীয় পার্টির নেতাকর্মীরা।
শনিবার (২ আগস্ট) বিকেল ৪টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল জাতীয় পার্টি।
জাতীয় পার্টির গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি, চেয়ারম্যানসহ অন্যান্য নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও মব ভায়োলেন্স বন্ধের দাবিতে সমাবেশ ডাকা দেয়া হয়েছিল।
বাংলাফ্লো/এনআর
Comments 0