বাংলাফ্লো প্রতিনিধি,
ঢাকা: জুলাই সনদের আইনি স্বীকৃতি না দিলে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হতে পারে এমন মন্তব্য করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, পরবর্তী সরকারের হাতে এর আইন করার দায়িত্ব অনেক দলই মানবে না।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের শেষ দিনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
নুর বলেন, কিছু বিষয় নোট অব ডিসেন্ট থাকলেও অধিকাংশ অধিকাংশ দলই ঐকমত্যে পৌঁছেছে। সবার মধ্যেই আন্তরিকতা ছিল। তাই এটি যেন বৃথা না যায়। প্রয়োজনে দলগুলোর সঙ্গে আরেক দিন বসে প্রধান উপদেষ্টা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। যে প্রক্রিয়ায় হোক জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে। অন্যথায় এটিকে করে আবারও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
তিনি বলেন, অনেকে জুলাই সনদ ও ঘোষণাপত্রকে এক করে ফেলেন। জুলাই ঘোষণা হলো—জুলাই আন্দোলন ও ঘটনা প্রবাহের স্বীকৃতি। আর সনদ হলো—রাষ্ট্রের কাঠামো সংস্কারের দলিল। আমরা মনে করি, সনদ সব প্রক্রিয়া শেষ করে কয়েক দিন পরে হলেও সমস্যা নেই। কিন্তু জুলাই ঘোষণাপত্র ৫ আগস্টের মধ্যেই দিতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও মুখপাত্র ফারুক হাসান, উচ্চতর পরিষদ সদস্য ও দফতর সম্পাদক শাকিল উজ-জামান এবং উচ্চতর পরিষদ সদস্য আল আমিন।
বাংলাফ্লো/এনআর
Comments 0