বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

হাসিনার দেশত্যাগের বর্ষপূর্তি উপলক্ষে প্রতীকী বেলুন উৎসব

পতিত সরকার প্রধান শেখ হাসিনার দেশত্যাগের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই প্রতীকী বেলুন উৎসব হয়ে ওঠে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এর অন্যতম দৃষ্টিনন্দন আয়োজন।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের আকাশজুড়ে মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে উড়ল শতাধিক হেলিকপ্টার-আকৃতির রঙিন বেলুন। পতিত সরকার প্রধান শেখ হাসিনার দেশত্যাগের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই প্রতীকী বেলুন উৎসব হয়ে ওঠে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এর অন্যতম দৃষ্টিনন্দন আয়োজন।

আয়োজকরা জানান, ‘স্বৈরশাসক গত বছর ৫ আগস্ট বেলা ২টা ২৫ মিনিটে হেলিকপ্টারেই পালিয়ে যায়। তাই এই বেলুনগুলো সেই মুহূর্তের স্মরণ এবং বিদায়ের প্রতীক।’ এই বেলুন ওড়ানোর সময় উপস্থিত জনগণ ‘ভয় নয়, বিজয়’ স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা।

এমন প্রতীকী কর্মসূচিকে অনেকেই দেখছেন সৃজনশীল প্রতিবাদের নতুন রূপ হিসেবে। অনুষ্ঠানে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, এই বেলুন ওড়ানো শুধু নয়নের আনন্দ নয়, বরং প্রতীকীভাবে অত্যাচারের অবসানকে চিহ্নিত করার অভিনব উপায়।

২০২৪ সালের ৫ আগস্ট ঠিক দুপুর ২টা ২৫ মিনিটে, হেলিকপ্টারে দেশত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা—এই মুহূর্তটিকেই স্মরণ করে মঙ্গলবারের কর্মসূচি শুরু হয় একই সময়। বেলুন ওড়ানোর সময় আকাশজুড়ে ছড়িয়ে পড়ে লাল, নীল, হলুদ ও সাদা ধোঁয়ার আবরণ। জ্বালানো হয় শতাধিক রঙিন ফ্লেয়ার, যা প্রতীকীভাবে চিহ্নিত করে ‘স্বৈরাচার পতনের অবসান’।

পরিবার নিয়ে আসা অনেকেই তাদের সন্তানদের সঙ্গে নিয়ে এসেছেন এই প্রতীকী কর্মসূচিতে। এক অভিভাবকের ভাষায়, আমার ছেলেকে এই দৃশ্য দেখাতে চেয়েছিলাম, যেন সে জানে—এক সময় এই দেশে অন্যায়ের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছিল, এবং জয় এসেছিল জনগণের।

বেলুন কর্মসূচি চলে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে। স্বেচ্ছাসেবকদের তৎপরতায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পুরো আয়োজনটি হয় শৃঙ্খলাপূর্ণ ও সুশৃঙ্খল।

এমন আয়োজনে আকাশজুড়ে ছড়িয়ে পড়ে শুধু রঙিন ধোঁয়া নয়—বরং প্রতীকীভাবে এক বছর আগের একটি ঐতিহাসিক বিদায়ের বার্তা।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0