স্পোর্টস ডেস্ক
ঢাকা: ইন্টার মিয়ামির উরুগুয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজকে খেলার চেতনাবিরোধী আচরণের জন্য অতিরিক্ত তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে মেজর লিগ সকার (এমএলএস)।
গত ৩১ আগস্ট সিয়াটলে অনুষ্ঠিত লিগস কাপ ফাইনালে ইন্টার মিয়ামি ৩-০ গোলে হেরে যায় সিয়াটল সাউন্ডার্সের কাছে।
ম্যাচ শেষে মাঠে বিশৃঙ্খলার সময় সুয়ারেজ প্রতিপক্ষ মিডফিল্ডার ওবেদ ভার্গাসকে ধরে টানাটানি করেন এবং এরপর সাউন্ডার্সের সিকিউরিটি ডিরেক্টর জিন রামিরেজের ওপর থুতু নিক্ষেপ করেন।
লিগস কাপ ডিসিপ্লিনারি কমিটি এর আগে সুয়ারেজকে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল, তবে সেটি শুধুমাত্র ভবিষ্যৎ লিগস কাপ আসরের জন্য প্রযোজ্য ছিল। এবার এমএলএস কর্তৃপক্ষ তিন ম্যাচের বাড়তি নিষেধাজ্ঞা দিয়েছে, যার ফলে সুয়ারেজ মিয়ামির হয়ে শার্লট এফসি, ডিসি ইউনাইটেড এবং সিয়াটলের বিপক্ষে ম্যাচগুলো মিস করবেন।
ইনস্টাগ্রামে নিজের প্রতিক্রিয়ায় সুয়ারেজ লিখেছেন, ‘এটা ছিল প্রচণ্ড উত্তেজনা আর হতাশার মুহূর্ত, ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিছু অঘটন ঘটে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমার প্রতিক্রিয়া ভুল ছিল, আমি আন্তরিকভাবে দুঃখিত। এটা আমার পরিবারের সামনে দেওয়ার মতো কোনো ছবি নয়, যারা আমার ভুলের কারণে কষ্ট পায়। আমার ক্লাবও এই ঘটনার শিকার হওয়া প্রাপ্য নয়। ’
এটা প্রথম নয়; এর আগেও বিতর্কে জড়িয়েছেন সুয়ারেজ। ২০১১ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার প্যাট্রিস এভরাকে বর্ণবাদী মন্তব্য করার দায়ে ইংলিশ এফএ তাকে আট ম্যাচ নিষিদ্ধ করেছিল। এছাড়া আয়াক্স, উরুগুয়ে ও লিভারপুলের হয়ে খেলাকালে প্রতিপক্ষকে কামড় দেওয়ার জন্য তিনি তিনবার আলাদা নিষেধাজ্ঞা পেয়েছেন।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0