শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

ক্রিকেটারদের ‘ব্রঙ্কো টেস্ট’ নেওয়ার কারণ জানালেন লে রু

প্রতিটি ক্রিকেটারকেই বাধ্যতামূলকভাবে এই পরীক্ষা দিতে হয়েছে।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: ভারতীয় সংবাদমাধ্যমগুলো আগেই জানিয়েছিল, এবারের এশিয়া কাপে ভারতীয় ক্রিকেটারদের ‘ব্রঙ্কো টেস্ট’ দিতে হবে। অবশেষে সেই পরীক্ষা নেওয়া শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সংস্থাটির প্রকাশিত একটি ভিডিওতে ক্রিকেটারদের এই পরীক্ষা দিতে দেখা গেছে। প্রতিটি ক্রিকেটারকেই বাধ্যতামূলকভাবে এই পরীক্ষা দিতে হয়েছে।

এই পরীক্ষা চালু করার কারণ নিয়ে কথা বলেছেন ভারতের স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ আদ্রিয়ান লে রু। বোর্ডের প্রকাশ করা ভিডিওতে তিনি বলেন, ‘আজ আমরা ব্রঙ্কো পরীক্ষা নিয়েছি। এটা কোনো নতুন দৌড় নয়। বিভিন্ন ধরনের খেলায় বহু বছর ধরে এই পরীক্ষা হয়ে আসছে। দলের পরিবেশের কথা মাথায় রেখেই এই পরীক্ষা চালু করেছি।’

এরপর তিনি বিলেন, ‘দুইভাবে এই পরীক্ষার সুফল পাওয়া যেতে পারে। প্রথমত, আমরা অনুশীলনের একটা অঙ্গ হিসেবে ব্যবহার করতে পারি। দ্বিতীয়ত, একটা পরিমাপ রাখার কাজে ব্যবহার করা যেতে পারে। খেলোয়াড়দের এরোবিক ফিটনেস কোন জায়গায় এবং আমরা ঠিক দিকে এগোচ্ছি কি না সেটা বুঝতে পারব।’

এই পরীক্ষা চালু করার নেপথ্য কারণও জানিয়েছেন লে রু। তিনি বলেন, ‘এই পরীক্ষা মাঠে গিয়ে দিতে হয়। বিশ্বের যে কোনো মাঠে আমরা এই পরীক্ষা আয়োজন করতে পারি। যাতায়াতের পথেও এই পরীক্ষা দিতে পারি। সময়ে সময়ে খেলোয়াড়েরা নিজেদের ফিটনেস সম্পর্কে জানতে পারবে। তাই সব জায়গায় এই পরীক্ষা করা যেতে পারে।’

স্বাস্থ্যের খেয়াল রাখা সকল খেলোয়াড়ের নিজের দায়িত্ব বলে মনে করেন লে রু, ‘ক্রিকেট দক্ষতা দেখানোর খেলা। ক্রিকেটাররা যেন দীর্ঘদিন খেলতে পারে, সেটা দেখা আমার কাজ। যদি শারীরিকভাবে তৈরি থাকে, তাহলে অনেক বেশি খেলা যায়। আপনি যদি নিজের খেয়াল রাখেন, তাহলে চোটের ঝুঁকি কমানোর জন্য অনেক কাজ করা যেতে পারে।’

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

মেসি ভক্তদের জন্য মিলল সুখবর
১৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৯:৩২ রাত
আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিল রিয়াল
১৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৯:২৬ রাত
শূন্য রানে দুই ওপেনারকে হারাল বাংলাদেশ
১৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৯:০১ রাত
Leave a Comment

Comments 0