স্পোর্টস ডেস্ক
ঢাকা: জয় দিয়ে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। দারুণ শুরুর পর সুপার ফোরের পথ প্রশস্ত করতে টাইগারদের জন্য আজকের ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ। এমন ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে আগে ব্যাট করছে বাংলাদেশ।
আবু ধাবীর জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায়। একাদশে এক পরিবর্তন এনেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ পুরোপুরি ফিট না থাকায় তাকে একাদশে রাখা হয়নি। তার পরিবর্তে একাদশে ফিরেছেন শরিফুল ইসলাম।
বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ভানিন্দু হাসারাঙ্গা, দুশমান্থা চামিরা, মাথিশা পাথিরানা, নুয়ান থুসারা।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0