স্পোর্টস ডেস্ক
ঢাকা: জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির পর্দা উঠছে আগামীকাল। এর আগে আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) বগুড়ায় ট্রফি উন্মোচন অনুষ্ঠান হয়েছে। তবে ৮ দলের টুর্নামেন্টে উপস্থিত ছিলেন মাত্র ৪ দলের অধিনায়ক। আগামীকাল যেহেতু রাজশাহী ও বগুড়ায় একযোগে শুরু হচ্ছে লিগ। শুরুর দুই দিনে বগুড়ায় নেই ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও রাজশাহীর ম্যাচ।
তাই বগুড়ায় আজকের এনসিএল টি-টোয়েন্টি লিগের ট্রফি উন্মোচনে ছিলেন না এই চার দলের অধিনায়ক। বগুড়ায় ট্রফি উন্মোচনে উপস্থিত ছিলেন সিলেটের জাকির হাসান, ঢাকা মহানগরের মাহিদুল ইসলাম অঙ্কন, বরিশালের সালমান হোসেন ইমন ও রংপুরের অধিনায়ক আকবর আলী।
গেল বছর সিলেটে প্রথম আসরে আট অধিনায়ককে একসঙ্গে নিয়ে ট্রফি উন্মোচন অনুষ্ঠান করেছিল বিসিবির টুর্নামেন্ট কমিটি। তবে এবার প্রথমবারের মতো রাজশাহী ও বগুড়ায় খেলা ছড়িয়ে দেওয়ায় আট অধিনায়ককে এক জায়গায় আনা সম্ভব হয়নি।
আগামীকাল বগুড়ায় উদ্বোধনী ম্যাচে সিলেট মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের। অন্যদিকে রাজশাহীতে ঢাকা মহানগর খেলবে স্বাগতিক রাজশাহীর বিপক্ষে। প্রথম ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে নয়টায় এবং দ্বিতীয়টি দুপুর দেড়টায়।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0