স্পোর্টস ডেস্ক
ঢাকা: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যাট হাতে একদমই সুবিধা করতে পারেননি সাকিব আল হাসান। মাত্র দুই বল খেলেই এক রানে বিদায় নিতে হয়েছে তাকে।
তবে হতাশার মাঝেও হাসির উপলক্ষ এনে দিয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স। প্রথমবারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে দলটি।
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ১০০ রানের টার্গেট তাড়া করতে নেমে বিপাকে পড়ে অ্যান্টিগা। মাত্র ২৪ রানে হারায় চার উইকেট। সেই চাপের মুহূর্তে নামেন সাকিব। ইমরান তাহিরের হ্যাটট্রিক বল সামলে সিঙ্গেল নিলেও বেশিক্ষণ টিকতে পারেননি। মঈন আলীর ডেলিভারিতে রিভার্স সুইপ খেলতে গিয়ে শরীরে বল লাগে। রিভিউতে ধরা পড়েন, এলবিডব্লিউ হয়ে ফেরেন সাজঘরে।
তবে দলের ভরসা হয়ে দাঁড়ান আমির জাঙ্গু। ৫৭ বলে অপরাজিত ৫১ রানে দলকে জয় এনে দেন তিনি। সঙ্গ দেন ফ্যাবিয়েন অ্যালেন (১৪ বলে ১৫*)। শেষ পর্যন্ত চার উইকেটে ম্যাচ জিতে নেয় অ্যান্টিগা। এই জয়ে ইতিহাসে প্রথমবারের মতো প্লে-অফের টিকিট কাটলো সাকিবের দল।
এর আগে বল হাতে চার ওভারে ২৮ রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন সাকিব। দ্বিতীয় ওভারে গুঁড়াকেশ মোতিকে স্টাম্পিং করিয়ে নিজের ৫০৪তম টি-টোয়েন্টি উইকেট শিকার করেন তিনি। যদিও প্রথম ওভারে বেশ খরুচে ছিলেন এই অলরাউন্ডার।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0