মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

প্রতারণা মামলায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন!

আইনজীবী কীর্তি সিং ২০২২ সালে একটি গাড়ি কেনেন, যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: আইনি বিপাকে পড়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন। একটি গাড়ির বিজ্ঞাপনে প্রচার করার কারণে, তাঁদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। রাজস্থানের ভরতপুরে কীর্তি সিং নামের একজন আইনজীবী এই মামলাটি করেছেন। এই মামলায় শাহরুখ-দীপিকা ছাড়াও আরও ৬ জনের নাম রয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, আইনজীবী কীর্তি সিং ২০২২ সালে একটি গাড়ি কেনেন, যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন। তিনি ৫১ হাজার রুপি অগ্রিম দিয়ে এবং বাকি টাকা ঋণ নিয়ে গাড়িটি কেনেন।

তাঁর অভিযোগ, গাড়িটি কেনার কিছুদিন পর থেকেই এতে নানা যান্ত্রিক সমস্যা দেখা দিতে শুরু করে। অল্পদিনের মধ্যেই গাড়ির অ্যাক্সিলেটরে বড় ধরনের ত্রুটি ধরা পড়ে, যার ফলে যেকোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারত। এই বিষয়ে অভিযোগ জানিয়েও কোনো সমাধান না পাওয়ায়, তিনি অবশেষে আদালতে মামলা দায়ের করেন।

যেহেতু শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন ওই গাড়ি সংস্থাটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বিজ্ঞাপনে কাজ করেছেন এবং গাড়িটি কেনার জন্য গ্রাহকদের প্রভাবিত করেছেন, সেই কারণেই এফআইআর (FIR)-এ তাঁদের নামও যুক্ত করা হয়েছে।

এই ঘটনায় ভরতপুরের মথুরাগেট থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত শাহরুখ খান বা দীপিকা পাড়ুকোনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0