বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

সামিউলের পরিবারের অভিযোগ, সরকার থেকে সহযোগিতা পায়নি

মঙ্গলবার (২২ জুলাই) সকালে সামিউলের লাশ নিয়ে আসা হয় নানা বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জের চানপুর এলাকায় বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল স্কুল মাঠে।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি

বরিশাল: রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত সামিউল করিমের (১৪) লাশ দাফন করা হয়েছে।

সামিউলের পরিবারের অভিযোগ, লাশ আনা ও দাফনের জন্য সরকার থেকে সামান্যতম সহযোগিতা পাননি তারা।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে সামিউলের লাশ নিয়ে আসা হয় নানা বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জের চানপুর এলাকায় বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল স্কুল মাঠে।

সকাল ১০টায় তার জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়। এ সময় গ্রামবাসী কান্নায় ভেঙে পড়েন। সামিউলের নানা বাড়িতে এখন নিস্তব্ধ নীরবতা বিরাজ করছে। কোনোভাবেই তার পরিবার মানতে পারছেন না সামিউল এ পৃথিবীতে নেই। একই অবস্থা গ্রামবাসীরও।

সোমবার সামিউল করিমকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন তার বাবা রেজাউল করিম। হঠাৎ বিমান বিধ্বস্ত হয়ে তার চোখের সামনেই ছেলে আঘাতপ্রাপ্ত হয়। এরপর দ্রুত হেলিকপ্টারযোগে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সামিউলকে মৃত্যু ঘোষণা করেন।

সামিউল্লাহ মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। তার বাবা রেজাউল করিম ঢাকায় ব্যবসায়ী। আর মা বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল স্কুলের শিক্ষক। তিনি মেহন্দীগঞ্জে বসবাস করেন। ছেলে মেয়ের লেখাপড়ার জন্য বাবা তার দুই সন্তানকে নিয়ে ঢাকায় থাকতেন। মা থাকেন মেহেন্দীগঞ্জে।

এদিকে, মেহেন্দীগঞ্জের মানুষ শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে আর লাশ দেখতে চান না বলে জানিয়েছেন। বিমান বাহিনীর এসব প্রশিক্ষণ জনবহুল এলাকা থেকে অন্য কোনও স্থানে নিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন তারা।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0