বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

সাদেক-আজমতে আফগান চ্যালেঞ্জ

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে হংকংয়ের বিপক্ষে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে আফগানরা।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: সাদেকুল্লাহ অটল ও আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাটিং তাণ্ডবে চ্যালেঞ্জিং স্কোর গড়েছে আফগানিস্তান। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে হংকংয়ের বিপক্ষে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে আফগানরা।

মঙ্গলবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান ক্রিকেট দল।

প্রথমে ব্যাট করতে নেমে ৩.২ ওভারে ২ উইকেট হারায় আফগানিস্তান। তৃতীয় উইকেটে মোহাম্মদ নবির সঙ্গে ৫১ রানের জুটি গড়েন ওপেনার সাদেকুল্লাহ।

দলীয় ৭৭ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরেন নবি। তিনি ২৬ বলে তিন চার আর এক ছক্কার সাহায্যে ৩৩ রান করে ফেরেন। এরপর দলীয় ৯৫ রানে আউট হন সাবেক আরেক অধিনায়ক গুলবাদিন নায়েব।

৯৫ রানে ৪ উইকেট পতনের পর ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালান আজমতউল্লাহ ওমরজাই। পঞ্চম উইকেটে তারা ৮২ রানের জুটি গড়েন। তাদের এই জুটিতেই রানের চূড়ায় পৌঁছায় আফগানরা। দলীয় ১৭৭ রানে ফেরেন আজমতউল্লাহ। তিনি মাত্র ২১ বলে দুটি চার আর ৫টি ছক্কার সাহায্যে ৫৩ রান করে ফেরেন।

ইনিংস ওপেন করতে নেমে শেষ বল পর্যন্ত খেলে যান সাদিকুল্লাহ। তিনি ৫২ বলে ৬টি চার আর ৩টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৭৩ রান করেন। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৮৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে আফগানরা।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0