বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

চতুর্থ হারের স্বাদ নিয়ে বাছাই পর্ব শেষ করল আর্জেন্টিনা

লিওনেল মেসি না থাকায় শুরু থেকেই ছন্দ খুঁজে পায়নি আর্জেন্টিনা।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচটা একেবারেই ভালো হলো না বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য। গুয়াইয়াকিলে স্বাগতিক ইকুয়েডরের কাছে ১-০ গোলের হারে শেষ করতে হয়েছে লিওনেল স্কালোনির শিষ্যদের।

লিওনেল মেসি না থাকায় শুরু থেকেই ছন্দ খুঁজে পায়নি আর্জেন্টিনা। যদিও ১৮ ম্যাচে ১২ জয়, ২ ড্র ও ৪ হারে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থেকে বাছাইপর্ব শেষ করেছে তারা। অন্যদিকে এই জয়ে ১৮ ম্যাচ শেষে ২৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে ইকুয়েডর।

ব্যস্ত সূচি থেকে বিরতি নেওয়া ও পরিবারকে সময় দেওয়ার জন্য ইকুয়েডরের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নেন মেসি। তাকে ছাড়াই শুরুর একাদশে ছয়টি পরিবর্তন করেন স্কালোনি। কিন্তু পরিবর্তনের সুফল মেলেনি। বল দখলে এগিয়ে থাকলেও আর্জেন্টিনা পুরো ম্যাচে কোনো শটই রাখতে পারেনি লক্ষ্যে।

৩১তম মিনিটে ম্যাচের দৃশ্যপট পাল্টে যায়। পাল্টা আক্রমণে এগিয়ে যাওয়া এনার ভ্যালেন্সিয়াকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি। যোগ করা সময়ে পেনাল্টি থেকে সেই ভ্যালেন্সিয়াই ইকুয়েডরকে এগিয়ে নেন।

দ্বিতীয়ার্ধে ৫০ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মোইসেস কাইসেদো, ফলে ১০ জন নিয়ে খেলতে হয় স্বাগতিকদের। তবে সংখ্যাগত সুবিধা নিয়েও গোল খুঁজে পায়নি আর্জেন্টিনা। একের পর এক আক্রমণ গড়েও শেষ পর্যন্ত হতাশাজনক হার মেনে নিতে হয় স্কালোনির দলকে।

বাছাইপর্ব শেষে এবার বিশ্বকাপের প্রস্তুতিতে মনোযোগ দেবে আর্জেন্টিনা। আগামী মাসে যুক্তরাষ্ট্র সফরে দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা। ১১ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে ও ১৩ অক্টোবর পুয়ের্তো রিকোর বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0