বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

এশিয়া কাপের ধারাভাষ্য প্যানেলে ভারতের সাবেক ৩ কোচ

আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্যকার হিসাবে নিয়মিত দেখা যায় গাভাস্কার এবং শাস্ত্রীকে। এবারের এশিয়া কাপে এমন কয়েক জনকে দেখা যাবে, যারা নিয়মিত খেলার ধারাভাষ্য দেন না।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: আজ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। তার আগে গতকাল প্রকাশ করা হয়েছে ধারাভাষ্যকারদের নাম। সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রীসহ ভারতের বেশ কয়েক জন সাবেক ক্রিকেটারকে দেখা যাবে ধারাভাষ্যকার হিসেবে। থাকবেন ভারতীয় দলের সাবেক সহকারী কোচ ভরত অরুণ এবং অভিষেক নায়ারও।

আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্যকার হিসাবে নিয়মিত দেখা যায় গাভাস্কার এবং শাস্ত্রীকে। এবারের এশিয়া কাপে এমন কয়েক জনকে দেখা যাবে, যারা নিয়মিত খেলার ধারাভাষ্য দেন না।

এশিয়া কাপে ইংরেজি ভাষায় ধারাভাষ্যকার হিসেবে গাভাস্কার, শাস্ত্রী ছাড়াও থাকছেন সঞ্জয় মাঞ্জরেকর, রবীন উথাপ্পা, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, বাজিদ খান, রাসেল আর্নল্ড, আতাহার আলী এবং সাইমন ডুলরা।

হিন্দি ধারাভাষ্যকার হিসেবে থাকবেন ভারতীয় দলের সাবেক ব্যাটিং কোচ নায়ার, বীরেন্দর শেবাগ, ইরফান পাঠান, অজয় জাদেজা এবং সাবা করিম। তামিল ধারাভাষ্যকার হিসাবে থাকছেন ভারতীয় দলের সাবেক বোলিং কোচ অরুণ, ডব্লিউভি রমন, বেঙ্কটপতি রাজু এবং বেনুগোপাল রাও।

সোমবার এশিয়া কাপের ধারাভাষ্যকারদের নাম প্রকাশ করেছে টুর্নামেন্টিটির সম্প্রচারকারী চ্যানেল কর্তৃপক্ষ।

এ বারের এশিয়া কাপের আয়োজক দেশ ভারত। কিন্তু আসরটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। দুবাই ও আবু ধাবির মাঠে হবে সব খেলা। মোট আটটি দল খেলছে এ বারের প্রতিযোগিতায়।

গ্রুপ 'এ'তে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। গ্রুপ 'বি'তে রয়েছে আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও হংকং। গ্রুপ পর্বে প্রতিটি দল প্রতিটি দলের বিপক্ষে খেলবে। দু’টি গ্রুপ থেকে চারটি দল উঠবে সুপার ফোরে। সেখানেও প্রতিটি দল প্রতিটি দলের বিরুদ্ধে খেলবে। তার পর শীর্ষে থাকা দুই দল ফাইনালে উঠবে।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0