মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

৩২ নম্বর থেকে হত্যা মামলায় গ্রেপ্তার রিকশাচালক আজিজুরের জামিন

রবিবার (১৭ আগস্ট) আজিজুরের আইনজীবী অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখির জামিন আবেদন মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি,

ঢাকা: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়ে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো রিকশাচালক আজিজুর রহমানকে জামিন দিয়েছে আদালত।

রবিবার (১৭ আগস্ট) আজিজুরের আইনজীবী অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখির জামিন আবেদন মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম।

এর আগে শনিবার (১৬ আগস্ট) তাকে আদালতে হাজির করা হয়।

উল্লেখ্য গত ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে মারধরের শিকার হন আজিজুর। পরে তাকে জুলাই গণঅভ্যুত্থানের সময়ের একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।

মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ৪ আগস্ট আন্দোলনের সময় মামলার বাদী আরিফুল ইসলাম নিউমার্কেট থেকে সায়েন্সল্যাবমুখী মিছিলে অংশ নেন। দুপুর আনুমানিক আড়াইটার দিকে আসামি (আজিজুর) গুলি চালান এবং পেট্রল বোমা ও হাতবোমা নিক্ষেপ করেন। একটি গুলি আরিফুলের পিঠে লাগে, ফলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই মাস চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হন।

গত ২ এপ্রিল আরিফুল বাদী হয়ে ওই ঘটনায় ধানমন্ডি থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

গতকাল (১৬ আগস্ট) ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ তৌহিদুর রহমান তাকে হত্যাচেষ্টা মামলায় আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0