স্পোর্টস ডেস্ক
ঢাকা: বাংলাদেশ নারী ফুটবল দল গত এক বছরে অসাধারণ অগ্রগতি দেখিয়েছে। সিনিয়র দলের পর অনূর্ধ্ব-২০ দলও প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে।
এই সাফল্যে খুশি নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। তিনি জানিয়েছেন, নিজের উদ্যোগে মেয়েদের হাতে ছোট একটি গিফট তুলে দেবেন। আজ সোমবার লাওস থেকে দেশে ফিরবে বাংলাদেশ। এরপর আগামীকাল তাদের উপহার দেবেন কিরণ।
কিরণ বলেন, ‘আমার তরফ থেকে ছোট একটি গিফট থাকবে, যা প্রকাশ করা হবে না। আমি বাফুফে ভবনের চার তলায় গিয়ে ওদের হাতে তুলে দেব। ’
এর আগে সিনিয়র নারী দল দেশে ফিরে সংবর্ধনা পেয়েছিল। অনূর্ধ্ব-২০ দলের জন্য সংবর্ধনা দেওয়ার বিষয়ে বাফুফে সিদ্ধান্ত নেবে বলেও জানান কিরণ।
নারী ফুটবলের কাঠামো সম্পর্কে কিরণ বলেন, ‘একই বছরে সিনিয়র ও জুনিয়ার দল দুটিই এশিয়ান কাপে কোয়ালিফাই করায় প্রমাণিত হলো আমাদের পাইপলাইন কতটা শক্তিশালী। এটি দেখায় যে বাংলাদেশ নারী ফুটবল সঠিক পথে আছে এবং ধারাবাহিকভাবে উন্নতি করছে। ’
আগামী বছর এপ্রিল মাসে থাইল্যান্ডে ১২ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে নারী এশিয়ান কাপ। স্বাগতিক দেশ হিসেবে থাইল্যান্ড ছাড়াও দক্ষিণ এশিয়া থেকে বাংলাদেশ ও ভারত টিকিট পেয়ে গেছে। কিরণ জানিয়েছেন, ‘সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এগুলোতে অংশগ্রহণের ফলে অভিজ্ঞতা বাড়ে এবং কোয়ালিফিকেশনে সহায়তা পাওয়া সম্ভব হয়। ’
তবে একই বছরে পরপর দুটি বড় টুর্নামেন্টের জন্য আর্থিক সমস্যা রয়েছে। কিরণ বলেন, ‘আমাদের আরও বেশি আর্থিক সহায়তার প্রয়োজন হবে। আমরা বাফুফের সঙ্গে বৈঠক করে প্র্যাকটিস ম্যাচ এবং ট্রেনিংয়ের আয়োজন করার চেষ্টা করব। আমাদের সীমাবদ্ধতা রয়েছে, তাই পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়ন করতে পারছি না। ’
অক্টোবর থেকে ডিসেম্বরের ফিফা উইন্ডোতে থাইল্যান্ড, ভিয়েতনাম ও ফিলিপাইনের সঙ্গে খেলার পরিকল্পনা রয়েছে। কিরণ আশা প্রকাশ করেন, সঠিক সহায়তা পেলে বাংলাদেশ নারী ফুটবল আরও উন্নতি করবে।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0